কলকাতা, 8 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ইভিএম এবং ভিপি প্যাটের দাবিতে সরব বামফ্রন্ট নেতৃত্ব । মঙ্গলবার ফ্রন্টের বড় শরিক সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "শাসকদল ব্যালট পেপারে ভোট করার দাবি তুলেছিল । কারণ, তারা কার্যত ভোট লুটের ব্যবস্থা করতে চায়। মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন ব্যালট পেপারে ভোট। আমরা বলেছিলাম ইভিএমে ভোট। এখন শাসকদল বলছে ইভিএম হলেও ভিপি প্যাট নয়। তাহলে নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দিক তারা রাজ্য সরকারের হাতে তামাক খাবে কি না। ফাজলামি হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলেখেলা হচ্ছে।"
কলকাতা পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হবে তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। রাজ্য সরকার রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে। বিজেপি বিরোধিতা করেছে। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে বামফ্রন্ট নেতৃত্ব।