পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 17, 2021, 4:58 PM IST

ETV Bharat / state

KMC election 2021: শেষবেলায় নজর কাড়ল তৃণমূলের রঙিন প্রচার

শেষবেলায় নজর কাড়ল তৃণমূল কংগ্রেসের (colorful rallies of TMC) রঙিন প্রচার ৷ কলকাতা পৌরনির্বাচনের (KMC election 2021) প্রচারের শেষ দিনে (last day campaign of KMC election 2021) হেভিওয়েট নেতাদের নিয়ে প্রচার চালালেন প্রার্থীরা ৷

kmc-election-2021-colorful-rallies-of-tmc-in-last-day-campaign
শেষবেলায় নজর কাড়ল তৃণমূলের রঙিন প্রচার

কলকাতা, 17 ডিসেম্বর:শেষবেলায় তৃণমূল কংগ্রেসের প্রচার (colorful rallies of TMC) জমজমাট । কলকাতা পৌরনির্বাচনের (KMC election 2021) প্রচারের শেষ দিন (last day campaign of KMC election 2021) আজই । তাই এদিন সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের বর্ণাঢ্য প্রচার লক্ষ্য করা গেল । গতকাল থেকেই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee campaign)। আজ তিনি যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার করেন । কিন্তু তার আগে সকালেই নিজের নিজের ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল প্রার্থীরা । শহরের বিভিন্ন প্রান্তে প্রচারে দেখা গেল ফিরহাদ হাকিম, মালা রায়, অতীন ঘোষ, সৌরভ বসুদের ।

এদিন সবচেয়ে নজর কেড়েছে কলকাতা পৌরনিগমের বিদায়ী মেয়র তথা দীর্ঘদিনের রাজনীতিক ফিরহাদ হাকিমের প্রচার । তেরঙা বেলুন, দলীয় প্রতীক নিয়ে প্রায় হাজার মানুষের মিছিল করে তাঁর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হুড খোলা জিপে ঘুরলেন ফিরহাদ হাকিম । সাধারণ মানুষ এই মিছিল দেখতে রাস্তার দু'পাশে ভিড় করেছিল । বহু জায়গায় মানুষকে পুষ্পবৃষ্টিও করতে দেখা যায় । শেষদিনের প্রচারে তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন পরিবারের সদস্যরাও । তাঁরাও সাধারণ মানুষের কাছে ফিরহাদকে জয়ী করার জন্য আবেদন জানান ।

আরও পড়ুন:KMC Election 2021 : পৌরভোটের প্রচারমঞ্চে ক্ষিতিকন্যাকে প্রশংসায় ভরালেন মমতা

একই ভাবে নিজের ওয়ার্ডে হুড খোলা জিপে দলীয় কর্মীদের নিয়ে প্রচার সারলেন বিদায়ী পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় । তাঁর মিছিলে এলাকার মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতো । উপস্থিত ছিলেন প্রবীণরাও ৷

তৃণমূলের শেষদিনের প্রচার

একই ভাবে এদিন প্রচারে নেমেছিলেন অতীন ঘোষও । মূলত পথচলতি মানুষের সঙ্গে আড্ডায় তাঁদের সুবিধা-অসুবিধা জানেন প্রাক্তন ডেপুটি মেয়র । এমনিতেই তিনি এলাকার বিধায়কও । তাই সাধারণ মানুষ তাঁকে দেখে কথা বলতে এগিয়ে আসেন । এভাবেই শেষ বেলার প্রচারে জনসংযোগ সারলেন অতীন ঘোষ ।

আরও পড়ুন :KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিন শেষবেলার প্রচারেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু । গত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে জিতেছিল বিজেপি । তাই এবারের লড়াই ওয়ার্ড ফিরিয়ে আনার লড়াই । শেষবেলায় বাড়ি বাড়ি প্রচার করে মানুষের কাছে আশীর্বাদ চাইলেন সৌরভ ।

আরও পড়ুন :KMC election 2021: পৌরভোটের প্রচারে দক্ষিণী হাওয়া

ABOUT THE AUTHOR

...view details