কলকাতা, 17 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের বেলগাছিয়া, কাশিপুর, টালা, বাগবাজার এলাকার 1 থেকে 9 নম্বর ওয়ার্ড নিয়ে 1 নম্বর বরো । শাসকদলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বরোয় প্রচুর উন্নতি হয়েছে ৷ যদিও বিরোধীদের মতামত সম্পূর্ণ ভিন্ন ৷ তাঁদের অভিযোগ, বিগত 10 বছরে এই বরোয় যদি কিছু হয়েছে তা হল শাসকদলের মদতে সিন্ডিকেট কারবার ৷ এছাড়া ডেঙ্গু, ম্যালেরিয়ার সমস্যা থেকে নিকাশির বেহাল অবস্থা । রাস্তাঘাটের খারাপ অবস্থার পাশাপাশি বেআইনি নির্মাণ ও বস্তি সমস্যার বিষয় উঠে এসেছে এই বরোর বাসিন্দাদের কথায় ।
কলকাতা পৌরসভার 1 বরো এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে । তবে সার্বিকভাবে যে সমস্যাগুলি কমবেশি সব নাগরিককেই ভুগতে হচ্ছে তা হল নিকাশি ব্যবস্থা ৷ অল্প বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায় ৷ বস্তি এলাকার রাস্তা বা গলির রাস্তাগুলি খানাখন্দে ভরা । একই সঙ্গে রয়েছে মশা বাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়ার সমস্যাও । মূলত কাশিপুরের একাধিক ওয়ার্ডে রয়েছে বেআইনি নির্মাণের অভিযোগ । এই বরোর দমদম সেভেন ট্যাংকস এলাকাতেই সম্প্রতি খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছিল এক অটো চালকের ।
টালা সেতু সংস্কারের জন্য সেতুর নিচে বস্তিবাসীদের খাল ধরে বা রেলের জমিতে অস্থায়ী শিবির করা হয়েছে ৷ তা সত্ত্বেও চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে । একই অবস্থা হাজার বস্তির । তবে সেখানে পৌরনিগমের সহায়তায় পাকা ঘর তৈরি হচ্ছে ৷ আগুন লেগে ঘর পুড়ে যাওয়া বস্তিবাসীদের জন্য তৈরি হচ্ছে পাকা ঘরগুলি ।
আরও পড়ুন : KMC Election 2021 : জমি পুনরুদ্ধারে পৌরযুদ্ধে রেড ভলান্টিয়ার্সরাই তুরুপের তাস বামেদের