কলকাতা, 14 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি ৷ আগামিকাল সকালে মামলার শুনানি ৷ এর আগে বিজেপির তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল (BJP Plea to High Court for Central Force in Municipality Election) ৷ গতকাল সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে এনিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ সেই মতো আজ সকালে বিজেপির তরফে বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে কলকাতা পৌরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করা হয় ৷
এদিন বিচারপতি মান্থারের বেঞ্চে মামলাটি পেশ করা হলে তিনি মধ্যাহ্নভোজের পর শুনানির সময় ধার্য করেন ৷ আদালতের দ্বিতীয়ার্ধে মামলার শুরুতেই বিজেপির তরফে আইনজীবী সুরিন্দরকুমার কাপুর বলেন, ‘‘পৌরভোটের পরিস্থিতিতে বিজেপির একাধিক প্রার্থীকে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে ৷ তাঁরা ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ রাজ্যে যাতে শান্তিপূর্ণ ভোট হয় এই বিষয়টি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দেখার নির্দেশ দিয়েছে ৷’’
এর পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘আজ সকালেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলায় সমস্ত বুথে সিসিটিভি ইনস্টল করার নির্দেশ দিয়েছে ৷ বারবার ত্রিপুরার নির্বাচনের কথা বলা হচ্ছে ৷ কিন্তু, ত্রিপুরায় যেটা হয়েছিল সেটা ভোট পরবর্তী সময়ে ৷ পাশাপাশি ত্রিপুরাতে ইলেকশন কমিশন সিআরপিএফের জন্য অনুরোধ জানিয়েছিল ৷ এই ব্যাপারে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় ৷ কমিশন এই বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ৷’’