পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে বিজেপি, আগামিকাল শুনানি - KMC Election 2021

কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য বিজেপি ৷ সুপ্রিম কোর্ট এর আগে এই মামলা খারিজ করে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিল বিজেপিকে ৷ আগামিকাল সকালে মামলার শুনানি (BJP Plea to High Court for Central Force in Municipality Election) ৷

KMC Election 2021
KMC Election 2021

By

Published : Dec 14, 2021, 4:13 PM IST

Updated : Dec 14, 2021, 4:40 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি ৷ আগামিকাল সকালে মামলার শুনানি ৷ এর আগে বিজেপির তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল (BJP Plea to High Court for Central Force in Municipality Election) ৷ গতকাল সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে এনিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ সেই মতো আজ সকালে বিজেপির তরফে বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে কলকাতা পৌরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করা হয় ৷

এদিন বিচারপতি মান্থারের বেঞ্চে মামলাটি পেশ করা হলে তিনি মধ্যাহ্নভোজের পর শুনানির সময় ধার্য করেন ৷ আদালতের দ্বিতীয়ার্ধে মামলার শুরুতেই বিজেপির তরফে আইনজীবী সুরিন্দরকুমার কাপুর বলেন, ‘‘পৌরভোটের পরিস্থিতিতে বিজেপির একাধিক প্রার্থীকে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে ৷ তাঁরা ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ রাজ্যে যাতে শান্তিপূর্ণ ভোট হয় এই বিষয়টি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দেখার নির্দেশ দিয়েছে ৷’’

এর পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘আজ সকালেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলায় সমস্ত বুথে সিসিটিভি ইনস্টল করার নির্দেশ দিয়েছে ৷ বারবার ত্রিপুরার নির্বাচনের কথা বলা হচ্ছে ৷ কিন্তু, ত্রিপুরায় যেটা হয়েছিল সেটা ভোট পরবর্তী সময়ে ৷ পাশাপাশি ত্রিপুরাতে ইলেকশন কমিশন সিআরপিএফের জন্য অনুরোধ জানিয়েছিল ৷ এই ব্যাপারে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় ৷ কমিশন এই বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ৷’’

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে সমস্ত বুথেই সিসিটিভির নজরদারি, নির্দেশ হাইকোর্টের

তখন বিজেপির তরফে আরেক আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, ‘‘শুধুমাত্র সিসিটিভি লাগানোই যথেষ্ট নয় ।’’ তখন রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবী সোনাল সিনহা বলেন, ‘‘এই ব্যাপারে তাদের কাছে এখনও কমিশনের তরফে বক্তব্য জানানো হয়নি ৷ এর জন্য সময় দিতে হবে ৷’’

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনল না শীর্ষ আদালত

তারপরেই বিচারপতি রাজশেখর মান্থা জানান, আগামিকাল সকাল 11টায় ফের এই মামলার শুনানি হবে ৷ নির্বাচন কমিশন তাদের বক্তব্য জানাবে আগামীকাল সকালে ৷ উল্লেখ্য, পৌরনিগম ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে আসছে ৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর প্রয়োজন নেই ৷ আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷ রাজ্য পুলিশ দিয়েই ভোট করানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ আগামিকাল কলকাতা হাইকোর্টের এই মামলার দিকে নজর থাকবে রাজনৈতিক দলগুলির ৷

Last Updated : Dec 14, 2021, 4:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details