পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Education Licence : লাইসেন্স ছাড়াই শহরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আইনি পথে পৌরনিগম কর্তৃপক্ষ - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৌরনিগমের লাইসেন্স

শহরে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে কলকাতা পৌরনিগমের লাইসেন্স দরকার ৷ কিন্তু তা নেই অনেক নামী, বেনামী স্কুলের (KMC Education Licence) ৷

KMC Education Licence for Private Schools
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৌরনিগমের লাইসেন্স

By

Published : Mar 19, 2022, 12:53 PM IST

কলকাতা, 19 মার্চ : পৌরনিগমের লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান । তার মধ্যে একদিকে যেমন বেনামী প্রতিষ্ঠান আছে, তেমনই আছে নামী শিক্ষা প্রতিষ্ঠান ৷ দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা । এবার সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে কলকাতা পৌরনিগমের লাইসেন্স বিভাগ (KMC Education Licence for private schools in Kolkata)।

পৌর আধিকারিকরা তাদের কাছে যাচ্ছেন লাইসেন্স করানোর আবেদন নিয়ে । পাশাপাশি পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, লাইসেন্স না করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে পৌর আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে ৷ পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণের আবেদনে সাড়া দিয়েছে । এদের মধ্যে রয়েছে, সেন্ট জেভিয়ার্স, ডন বস্কো, সাউথ পয়েন্ট, ডিপিএস (রুবি), সেন্ট পলস, এপিজে, এমপি বিড়লার মতো বেসরকারি স্কুল । তারা ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের কাছ থেকে লাইসেন্স নিয়েছে ৷

পৌরনিগমের লাইসেন্স বিভাগের এমন তৎপরতা প্রসঙ্গে অনেকের মত কোষাগারে টান পড়েছে ৷ বিগত কয়েক বছরে কোষাগারের অবস্থা ক্রমশ খারাপ হয়ে চলেছে । তাই যে সব বিভাগ থেকে পৌরনিগমের আয় হয়, সেই জায়গাগুলির বৃত্ত বাড়ানোর পরিকল্পনা করতে বলেছে উচ্চতর মহল । এমন পরিস্থিতিতে যারা নিয়মের বাইরে, তাদের নিয়মের আওতায় আনার মধ্য দিয়েই আর্থিক উপার্জন অল্প হলেও বাড়ানোর দিকে নজর দিয়েছেন পৌর অধিকারকেরা ।

আরও পড়ুন : KMC 2022-23 Budget Embargo : অর্থ সংকটে কলকাতা পৌরনিগম, খরচে রাশ

সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমের পেশ করা বাজেটে প্রায় 170 কোটি টাকার উপর ঘাটতি দেখানো হয়েছে । ফলে আয়ের নতুন পথ ও আয়ের পরিসর বাড়ানো ছাড়া বিকল্প কোনও উপায় পাচ্ছে না পৌরনিগম, মত বিশেষজ্ঞ থেকে পৌর কর্তাদের । ইতিমধ্যেই রাজস্ব আদায় বিভাগ তেড়েফুঁড়ে রাজস্ব আদায়ে নেমেছে । সেই পথেই বিজ্ঞাপন থেকে পার্কিং, লাইসেন্স বিভাগ হাঁটা শুরু করেছে । লাইসেন্স বিভাগ আয় করলেও নজরদারির অভাবে বহু জায়গায় রাজস্বের ক্ষতি হচ্ছিল । তাই এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স বিভাগে নথিভুক্ত করার মধ্যে দিয়ে বার্ষিক ফি আদায় করতে চলেছে তারা ।

কলকাতা কর্পোরেশন আইন-এর 199 নম্বর ধারা অনুযায়ী, শহরে যে কোনও ব্যবসা কিংবা প্রতিষ্ঠান বা অফিস চালাতে গেলে পৌরনিগমকে লাইসেন্স ফি দিতে হয় । যার পোশাকি নাম 'সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট' । স্কুলগুলি এনওসি নিয়ে থাকলেও বড় সংখ্যক স্কুল এতদিন লাইসেন্স নেয়নি । ফলে পৌরনিগম ফি বাবদ মোটা টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে । নথিভুক্ত না-হওয়া স্কুলগুলিকে চিঠি পাঠানো হয়েছে । গত কয়েক মাসে 20টির বেশি স্কুল নতুন লাইসেন্স নিয়েছে ।

এখনও পর্যন্ত কলকাতা পৌরনিগমের আওতায় নথিভুক্ত বেসরকারি স্কুলের সংখ্যা সব মিলিয়ে 282টি। কয়েকটি স্কুল রয়েছে যাদের বারবার চিঠি পাঠালেও লাইসেন্স নেয়নি তারা । তার মধ্যে কলকাতার বেশ কয়েকটি নামী বেসরকারি স্কুল রয়েছে বলেই খবর । এক্ষেত্রে বার্ষিক লাইসেন্স ফি ছোট স্কুল হলে এলাকা ভিত্তিতে ফি ধার্য হয় । তিন হাজার বর্গফুটের বেশি হলে বার্ষিক ফি মাত্র 5 হাজার 50 টাকা । সেই টাকাও দিতে যারা নারাজ, তাদের বিরুদ্ধে কলকাতা পৌরনিগম এবার আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ।

আরও পড়ুন : KMC Fine Amount: জল-জঞ্জাল জরিমানা, মোটা টাকা আয় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের

ABOUT THE AUTHOR

...view details