কলকাতা, 27 মার্চ:বেতন নিয়ে ফের টালমাটাল অবস্থা কলকাতা পৌরনিগমে (KMC Gardeners Agitation)। চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না । বকেয়া বেতন দেওয়ার দাবির সঙ্গেই ঠিকা সংস্থাকে বাতিলের দাবিতে এ বার সরব তাঁরা ৷ এই নিয়ে আজ উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভ দেখালেন চুক্তিভিত্তিক মালিরা ৷
পিএফ ও ইএসআই কেটে মাসে মেলে 8-8500 টাকা বেতন । মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চলে না । তার উপর বেতন বন্ধ তিন মাস । ক্রমশ জড়াতে হচ্ছে দেনার দায়ে । তাই এ বার বাধ্য হয়ে বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিরা ৷ সোমবার তাঁরা দেখা করলেন উদ্যান বিভাগের ডিজি কমল সরকারের সঙ্গে ।
এ দিন দুপুরে কলকাতা পৌরনিগমের (Kolkata Corporation News) কেন্দ্রীয় ভবনে তালাশের সামনে থেকে মালিরা বিক্ষোভ মিছিল শুরু করেন । বকেয়া বেতন মেটানোর দাবিতে স্লোগান দেন । পিএফ এবং ইএসআই-এর টাকা নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার দাবি করেন তাঁরা । প্ল্যাকার্ড বুকে টাঙিয়ে করা হয় মিছিল । কেন্দ্রীয় পৌর ভবনের চারপাশ ঘুরে মিছিল গিয়ে পৌঁছয় ডিজির ঘরের সামনে । এক আধিকারিকের ঘরের সামনেও বিক্ষোভ দেখানো হয় ।