কলকাতা, 18 অক্টোবর: দুর্গা পুজোর (Durga Puja) চারদিন শহরে বন্ধ ছিল করোনার (Corona Bengal) টিকাকরণ । পুজো কাটতে না-কাটতেই সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়াতেই উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের । পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুটি বাতিল (Health Worker's Leave Cancelled) করল ।
আগামিকাল থেকেই কলকাতা পৌরনিগমের (KMC) স্বাস্থ্য বিভাগের সব অফিস খুলে দেওয়া হচ্ছে । সব স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । তবে বিশেষ দিনগুলি যেমন পুজো বা উৎসবের দিনগুলিতে ছুটি দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের ছুটির তালিকা অনুযায়ী সেই দিনগুলিতে ছুটি নিতে পারবেন স্বাস্থ্যকর্মীরা । কিন্তু নির্দিষ্ট ছুটির দিনগুলির সঙ্গে যে বাড়তি দিনগুলি ছুটি বরাদ্দ করেছিল রাজ্য সরকার, সে সব ছুটি বাতিল করা হয়েছে ।
আজ থেকেই ফের কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকাকরণ শুরু করা হয় । কলকাতা পৌরনিগমের 144টি স্বাস্থ্যকেন্দ্রে আগামিকাল থেকে আরটি-পিসিআর পরীক্ষা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষা শুরু করা হবে । পুজোর দিনগুলোতে কলকাতা পৌরনিগমের 33টি স্বাস্থ্যকেন্দ্র সেন্টার খোলা ছিল । তাই এ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে ।
আরও পড়ুন:Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা