কলকাতা, 6 জুলাই: প্লাস্টিক নিয়ে কেন্দ্রর কঠোর আইনের দাবি জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (KMC Campaign Against Plastic Users Below 75 Microns) ৷
কলকাতা পৌরনিগমের মেয়র্স গেট থেকে শুরু হয় এই অভিযান। সেখানেই কেন্দ্রের তরফে এ বিষয়ে কঠোর আইন তৈরির কথা জানান তিনি। এদিন অভিযানে গিয়ে ব্যবসায়ীদের কড়া বার্তা দেন স্বপন সমাদ্দার। 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিয়ে ব্যবসায়ীদের হাতে দেওয়া হয় কাপড়ের ব্যাগ। এদিনও নিউ মার্কেট এলাকার বেশ কিছু দোকানে 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করতে দেখেন কলকাতা পৌরনিগমের টিমের আধিকারিক ও মেয়র পারিষদ। সঙ্গে সঙ্গে স্বপন সমাদ্দার অনুরোধ করেন ব্যবসায়ীদের প্লাস্টিক ফিরিয়ে দিতে। পৌরসভার আধিকারিকদের হাতে প্লাস্টিক তুলে দিয়ে কাপড়ের ব্যাগ নেন ব্যবসায়ীরা।