পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Parking Area: পার্কিং লট বরাত দিতে ডাকা হল টেন্ডার, বাড়তি ফি নিলে 15 হাজার টাকা জরিমানা - কলকাতা পৌরনিগমের পার্কিং লটের জন্য টেন্ডার

কলকাতা পৌরনিগমে পার্কিং লটের বরাত দেওয়ার জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছে ৷ আর শুরুতেই তাতে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হয়েছে, নাগরিকদের থেকে নির্ধারিত অঙ্কের বেশি টাকা পার্কিং ফি লিখে এজেন্সিগুলোকে জরিমানা বাবদ গুনতে হতে পারে 10-15 হাজার টাকা ।

Etv Bharat
কলকাতা পৌরনিগম

By

Published : Jul 30, 2023, 10:53 PM IST

কলকাতা, 30 জুলাই: দীর্ঘদিন ধরে মহানগরের পৌরনিগমের পার্কিং লটের বরাত পাওয়া বিভিন্ন সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তোলাবাজির । পৌরনিগম নির্ধারিত ফি নেওয়ার বদলে মর্জিমতো টাকা দেওয়ার জন্য় রীতিমত তোলাবাজি করে থাকে । এই অভিযোগ অহরহ পায় পৌরনিগমের পার্কিং বিভাগ । তাই নাগরিকদের তোলাবাজির যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে ইতিমধ্যেই অনলাইন ই-পজ মেশিনের দ্বারা ফি জমা নেওয়ার নিয়ম চালু করেছে পৌরনিগম ।

এবার পার্কিং লটগুলোর বরাত দিতে নতুন টেন্ডার ডেকেছে কলকাতা কর্পোরেশন । আর শুরুতেই গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রাখা হয়েছে, নাগরিকদের থেকে নির্ধারিত অঙ্কের বেশি টাকা পার্কিং ফি লিখে এজেন্সিগুলোকে জরিমানা বাবদ গুনতে হতে পারে 10-15 হাজার টাকা । নাগরিক স্বার্থরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ বলেই জানাচ্ছেন পৌর মহলের একাংশ ।

আরও পড়ুন : আয় বাড়াতে নিজস্ব পার্কিং লট তৈরি করছে কেএমডিএ, গাড়ি রাখলে গুনতে হবে পার্কিং ফি!

এই সপ্তাহে নতুন দরপত্র অনলাইনে প্রকাশ পেয়েছে । 15 হাজার গাড়ির পার্কিং এজেন্সি নির্ধারণ করার জন্য টেন্ডার ডেকেছে কলকাতা কর্পোরেশনের গাড়ি পার্কিং বিভাগ । বছরের প্রথম দিকে দরপত্র আহ্বান করা হলেও সেটা তুলে নেওয়া হয় কিছু ত্রুটি থাকার কারণে । সেই সব স্তর কাটিয়ে ডাকা হয়েছে টেন্ডার । যে কোনও সংস্থা অংশ নিতে পারবে এতে । বলা চলে পার্কিং লটগুলো যাদের হতে এতদিন ছিল তারা নিজেদের মৌরসি পাট্টা ভেবে নিয়েছিল । আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা নেওয়া থেকে বেআইনিভাবে পার্কিং ফি আদায় করা নিয়ম করে ফেলেছিল ।

এর ফল প্রতি মুহূর্তে ভুগতে হত কলকাতার নাগরিকদের । আর সেই অনিয়ম বন্ধহেই এবার একের পর এক পদক্ষেপ । টেন্ডারে 17 অগস্ট অংশ নিতে হবে । নতুন টেন্ডারের নিয়মে বলা রয়েছে, জরিমানার সঙ্গেই ফি নিতে হবে বাধ্যতামূলকভাবে ই-পজ মেশিনে । আগে 15 বছরের জন্য বরাত দেওয়া হত, এবার তা কমিয়ে 5 বছর করা হয়েছে ।

এই বিষয়ে কর্পোরেশনের এক আধিকারিক জানান, বিভিন্ন সংস্থা যারা এত বছর ধরে করে আসছে তারা বেলাগাম হয়ে পড়েছিল । আগে চুক্তিতে এসব বিষয় উল্লেখ না থাকায় অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে বেগ পেতে হত । এখন সেই সমস্যার সমাধান হয়েছে । নাগরিকদের স্বার্থ রক্ষিত থাকবে । অভিযোগ কমবে আশা করা যায় ।

ABOUT THE AUTHOR

...view details