পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা মোকাবিলায় অত্যাধুনিক স্যানিটাইজ়ার স্প্রে মেশিন কিনছে কলকাতা পৌরনিগমের - calcutta

144 টি ওয়ার্ডের জন্য 144 টি বড় স্যানিটাইজার মেশিন কেনা হচ্ছে । সেইসঙ্গে দশটি অতিরিক্ত মেশিন কেনা হচ্ছে । এবং আরও 100 ছোট আকারের স্যানিটাইজেশন মেশিন কিনতে চলেছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও বিভাগীয় প্রধান তারক সিং জানিয়েছেন শহরজুড়ে স্যানিটাইজেশনের উপর গুরুত্ব বাড়ানো হয়েছে ।

sanitizer
স্য়ানিটাইজ়ার স্প্রে মেশিন

By

Published : May 5, 2021, 7:41 PM IST

কলকাতা, 5 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা । গোটা দেশজুড়ে দৈনিক প্রায় চার হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে । এই পরিস্থিতিতে কলকাতা শহরের অবস্থা অত্যন্ত সংকটজনক । দৈনিক 100 জনের বেশি মারা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে । এই পরিস্থিতি মোকাবিলা করতে কলকাতা পৌরনিগম বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এবার শহরজুড়ে স্য়ানিটাইজ করতে নতুন করে আবার স্যানিটাইজ়েশন মেশিন কিনছে কলকাতা পৌরনিগম । গতবছর বেশ কিছু স্যানিটাইজার মেশিন কিনেছিল কলকাতা পৌরনিগম । যেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে যায় । শহরের ফের নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে আবারো স্যানিটাইজ করার উপর জোর দিয়েছে কলকাতা পৌরনিগম । তাই দ্বিতীয় দফায় আবার স্যানিটাইজ়ার মেশিন কেনা হচ্ছে । ছোট-বড় মিলিয়ে 254টি স্যানিটাইজ় করার নতুন মেশিন কেনা হবে বলে জানা গেছে ।

আরও পড়ুন-অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় হরিদ্বারের 5 কোভিড রোগীর মৃত্যু

144 টি ওয়ার্ডের জন্য 144 টি বড় স্যানিটাইজার মেশিন কেনা হচ্ছে । সেইসঙ্গে দশটি অতিরিক্ত মেশিন কেনা হচ্ছে । এবং আরও 100 ছোট আকারের স্যানিটাইজেশন মেশিন কিনতে চলেছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও বিভাগীয় প্রধান তারক সিং জানিয়েছেন শহরজুড়ে স্যানিটাইজেশনের উপর গুরুত্ব বাড়ানো হয়েছে । আগের 75 স্যানিটাইজ়ার মেশিন কেনা হয়েছিল । কিন্তু সঠিক ভাবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি অধিকাংশই বিকল হয়ে গেছে । এই বিকল স্যানিটাইজ়েশন মেশিনগুলো মেরামতি করে শহরের স্যানিটাইজ়েশনের কাজে ব্যবহার করা হবে ।


অত্যাধুনিক প্রযুক্তিতে এই নতুন স্যানিটাইজার মেশিন গুলির তীব্রতা আরও অনেক বেশি । আকারে ছোট হওয়ায় সহজে শহরের অলিগলিতে গিয়ে এই মেশিনগুলোর সাহায্যে সহজেই স্য়ানিটাইজেশন করা যাবে । এছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই মেশিনগুলি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তারক সিং।

ABOUT THE AUTHOR

...view details