পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরনিগমের "কেয়ারটেকার" বোর্ডকে এক মাস কাজ চালানোর অনুমতি হাইকোর্টের - kolkata municipal corporation

কোরোনা ও লকডাউন পরিস্থিতিতে সরকার যাতে পৌরনিগমের জরুরি কাজ চালিয়ে যেতে পারে সেজন্যই এক মাসের জন্য কাজ চালানোর এই অন্তবর্তী নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

ছবি
ছবি

By

Published : May 7, 2020, 9:26 PM IST

কলকাতা, 7 মে : কলকাতা পৌরনিগমের বিজ্ঞপ্তি দিয়ে গড়া বোর্ডকে কেয়ারটেকার বোর্ড হিসেবে চিহ্নিত করে এক মাসের জন্য কাজ করার অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে আজ সন্ধ্যায় জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয়। তবে সরকারের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

আজ হাইকোর্টের তরফে জানানো হয়, কোরোনা ও লকডাউন পরিস্থিতিতে সরকার যাতে পৌরনিগমের জরুরি কাজ চালিয়ে যেতে পারে সেজন্যই এক মাসের জন্য কাজ চালানোর এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে । বিচারপতি জানিয়েছেন, এক মাস পর এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ফের মামলাটি শোনা হবে ।

কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে সেই বোর্ডের মেয়াদ বাড়িয়ে ফিরহাদ হাকিমকে বোর্ডের মুখ্য প্রশাসক নিযুক্ত করা সংবিধান বিরোধী। সেই দাবিতেই আজ হাইকোর্টে মামলা করেছিলেন শরদ কুমার সিং।

আজ মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ সিংহ এই বক্তব্যই তুলে ধরেন বিচারপতির কাছে। যদিও সরকারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। শেষে আদালতের তরফে ওই বোর্ডকে এক মাস কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details