কলকাতা, 10 মার্চ : চক গড়িয়া থেকে ওয়াটগঞ্জের দইঘাট পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত টালিনালা, যা আদিগঙ্গা নামে পরিচিত । তবে সংস্কারের অভাবে এখন তা প্রায় বুজে গিয়েছে । পাঁক ভর্তি টালিনালায় জোয়ারের সময়েও গঙ্গার জল ঢোকে, তবে সামান্য । অন্যদিকে টালিনালার পচা দূষিত জল বেরিয়ে যাওয়ার রাস্তা নেই । ফলে সার্বিকভাবে তার প্রভাব পড়ে আশপাশের থাকা একের পর এক ওয়ার্ডে (KMC and Irrigation Department steps to clean Tolly Nullah Canal in Kolkata) ।
তাই রাজ্যের সেচ দফতর ও কলকাতা পৌরনিগম নিকাশি বিভাগ যৌথ ভাবে টালিনালা সংস্কারের পরিকল্পনা করেছে ৷ এই খালের জল সহজে বেরিয়ে যেতে পারে এবং গঙ্গার জলও বেশি পরিমাণে ঢুকতে পারে । তাই দইঘাটের মুখে মোটর চালিত বাঁধ তৈরি হবে । এই মেশিনের সাহায্যে গঙ্গার জল টালিনালায় ঢুকতে পারবে । আবার গঙ্গার জলের স্রোত টালিনালায় ঢুকে কালো জল নিয়ে বেরিয়ে আসতে পারবে । বুধবার বাঁধ তৈরির জায়গা পরিদর্শনে যান কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং । তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতর এবং নিকাশি বিভাগের কর্তারাও ।