কলকাতা, 30 জুন: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পর থেকে নানা সন্দেহ দানা বেঁধেছে মানুষের মনে । ভুয়ো টিকাকরণের ঘটনার পর বিভিন্ন প্রশ্ন উঠছে টিকা প্রাপকদের মনে । টিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন দূর করতেই নতুন উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম এবং রাজ্য স্বাস্থ্য দফতর । এবার করোনার টিকা প্রাপকদের আশ্বস্ত করতে সিভিসি কোড দেওয়া হচ্ছে । হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করলে বাড়ি থেকে নিকটতম টিকাকরণ সেন্টারটি আদৌ বৈধ কিনা তা বাড়িতে বসেই জানতে পারবেন টিকা প্রাপকরা । এজন্য 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে । টিকাকেন্দ্রের বিষয়ে বিভ্রান্তি কাটাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।
এই নম্বরে নিজের নাম ও নিজের ওয়ার্ড নম্বর মেসেজ করতে হবে প্রথমে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিকটতম টিকাকরণকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে । কলকাতা পৌরনিগম ও রাজ্য স্বাস্থ্য দফতরের প্রত্যেকটি টিকাকরণ সেন্টারের বাইরে এখন থেকে সিভিসি কোড বাধ্যতামূলক করা হয়েছে । সেই সেন্টারের বাইরে লাগানো বোর্ড থেকে সিভিসি কোড নম্বর হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে সেই সেন্টারটি বৈধ কিনা তা জানিয়ে দেবে রাজ্য স্বাস্থ্য দফতর । ফলে নিশ্চিন্ত হয়ে সাধারণ মানুষ টিকা নিতে পারবে ।