কলকাতা, 17 ডিসেম্বর:রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী কিশোর দত্ত । শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কিশোর দত্তকে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হচ্ছে ।
গত 10 নভেম্বর রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । হঠাৎ করে তাঁর পদত্যাগ নিয়ে গুঞ্জন শোনা যায় । তারপরই বিদেশ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ইমেলের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । প্রথমে রাজ্যপাল তাঁর পদত্যাগ পত্র গ্রহণ না করলেও, পরে তা গ্রহণ করেন তিনি । কিন্তু কেন হঠাৎ এই ইস্তফা, সে বিষয়ে মুখ খোলেননি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ।
এর আগেও, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত । কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের পরপর হঠাৎ করে তিনি পদত্যাগ করেন । যদিও তারপরও রাজ্যের প্রচুর মামলায় তিনি আইনজীবী হিসাবে সওয়াল করেছেন । সুত্র মারফত আগেই শোনা গিয়েছিল যে, ফের অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কিশোর দত্ত । শনিবার তাঁর নামেই ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে সিলমোহর পড়ল ।
উল্লেখ্য, গত 7 নভেম্বর রাজ্যে সরকার পক্ষের আইনজীবী শ্বাশত গোপাল মুখোপাধ্যায়কে সরিয়ে সেই পদে নিয়ে আসা হয় আইনজীবী দেবাশিস রায়কে । তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করতে পারেন । শ্বাশত গোপাল মুখোপাধ্যায়ের পদত্যাগের পর একটি টেলিভিশন চ্যানেলে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । শাসক দলের লবিতে যুক্ত আইনজীবীদের অসহযোগিতা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন তিনি ।
কিশোর দত্ত এর আগে একুশের বিধানসভা নির্বাচনের পরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেছিলেন । মূলত রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকারের পরাজিত হওয়া ও একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশের ফলে কার্যত বাধ্য হয়ে পদত্যাগ করেছিলেন কিশোর দত্ত । তবে বলা হয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদটি বেশ রহস্যময় । প্রতি দু'বছর অন্তর এই পদে পরিবর্তন যেন অনিবার্য ।
আরও পড়ুন:
- রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে চলেছেন কিশোর দত্ত, সিলমোহর রাজভবনের
- প্রাক্তন বিজেপি নেতার ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের নয়া অ্যাডভোকেট জেনারেল
- রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা কিশোর দত্তের