কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত ৷ আজই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি ৷ তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ৷
Advocate General Resigns : রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা কিশোর দত্তের - কিশোর দত্ত
তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ৷
আজ রাজ্যপাল টুইট করে কিশোর দত্তের ইস্তফার কথা বলেন ৷ তাঁর ইস্তফাপত্রটিও টুইটারে পোস্ট করেন ৷ ইস্তফাপত্রে কিশোর দত্ত জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছি ৷ পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও ওই একই চিঠি পাঠিয়েছেন তিনি । রাজ্যপাল ইস্তফাপত্রটি টুইট করে বলেন, সংবিধানের 165 ধারা অনুযায়ী, অবিলম্বে তাঁর ইস্তফাপত্রটি গ্রহণ করা হয়েছে ৷
আদালত সূত্রে খবর, প্রায় সাড়ে চার বছর দায়িত্ব সামলানোর পর তিনি তাঁর পদ থেকে সরে গেলেন । গত 11 বছরে এই নিয়ে তৃণমূল সরকারের চারজন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন । 2017 সালের ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রের জায়গায় অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নিয়েছিলেন কিশোর দত্ত । অনিন্দ্য মিত্র ,বিমল চট্টোপাধ্যায় এই সরকারের জমানায় প্রথম অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান।
উল্লেখ্য, কয়েক মাস আগে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন অভ্রতোষ মজুমদার ।