কলকাতা, 21 সেপ্টেম্বর: আবার ভারতসেরা মমতার বাংলা। আবার মিলল সেরার স্বীকৃতি। দুবাইয়ে বসেই রাজ্যবাসীর জন্য খুশির খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন পর্যটন দফতরের বিচারে ভারতসেরা, মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। মোট 793টি আবেদনের মধ্যে থেকে পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের এই গ্রামটিকে পর্যটনের নিরিখে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর এর জন্য এই গ্রামটিকে আগামী 27 সেপ্টেম্বর ভারত সরকারের পর্যটন দফতরের তরফে পুরস্কৃত করা হবে।
বৃহস্পতিবার দুবাই থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়া টুইটার (এক্স)-এর মাধ্যমে রাজ্যবাসীর সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন। তাঁর সোশাল মিডিয়া এক্স-এর বার্তায় তিনি লিখেছেন, "আনন্দের সঙ্গে শেয়ার করছি এবং ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে ভারত সরকারের পর্যটন মন্ত্রক নির্বাচিত করেছে। 31টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত 795টি আবেদনের মধ্যে থেকে সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা, 2023-এ অনুষ্ঠিত হয়েছে ৷ সেখানেই নির্বাচিত হয়েছে বাংলার মুর্শিদাবাদের এই গ্রামটি।
আগামী 27 সেপ্টেম্বর ভারত সরকারের পর্যটন দফতরের তরফ থেকে এই গ্রামটিকে সেরা গ্রাম হিসেবে পুরস্কৃত করা হবে, বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এই গ্রামের মানুষকে এই বিরল স্বীকৃতির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। মমতা সরকারের বাংলায় এই ধরনের পুরস্কার এই প্রথম নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে দেশের সেরা হয়েছে বাংলা। সেদিক থেকে বিচার করলে এই স্বীকৃতি মমতা বন্দোপাধ্যায়ের মুকুটে এক নতুন পালক যোগ করল মাত্র। ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যে সরকার পর্যটনকে বাড়তি গুরুত্ব দিয়েছে। এবার রাজ্য সরকারের এই পদক্ষেপে ফল মিলছে হাতে নাতেই। মোদি সরকারের পর্যটন মন্ত্রকের বিচারে দেশের সেরা পর্যটন-গ্রাম মমতার বাংলায়।
- মুর্শিদাবাদের একমাত্র সতিপীঠ কিরীটেশ্বরী। বহু প্রাচীন এই মন্দির রানি ভবানীর তৈরি। পরবর্তীতে মন্দির সংস্কার করেন স্থানীয় মানুষ। সেই সময় মন্দিরের জন্য জায়গা দেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। পৌষমাসে বিশেষ পুজো হয়। সেই পুজোর দায়িত্বেও থাকেন মুসলিম পরিবারের বহু মানুষ। বাংলা-বিহার-ওড়িশার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করার সময় কিরীটেশ্বরীর সেবাইতরা মুর্শিদকুলি'র ভয়ে বিগ্রহ গ্রামের গর্ভগৃহে লুকিয়ে রেখেছিলেন। তখন থেকেই দু'টি মন্দিরে পূজিত হন কিরীটেশ্বরী। জেলার বাইরে থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ ঘুরতে এলেই মন্দির দর্শনে আসেন ৷
আরও পড়ুন:বিনিয়োগের খোঁজে স্পেন থেকে এবার দুবাই পৌঁছলেন মমতা, যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে