পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tridhara Sammilani: শৈল্পিক দিক থেকে ত্রিধারার পুজো কলকাতার শ্রেষ্ঠ, দেবাশিস কুমারকে পাশে নিয়ে মন্তব্য ফিরহাদের - Tridhara Sammilani

পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ ইতিমধ্যেই কলকাতার একের পর এক বড় পুজোগুলোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে ৷ শনিবার দক্ষিণ কলকাতার অন্যতম বড়পুজো ত্রিধারা সম্মিলনীর খুঁটিপুজো আয়োজিত হল(Tridhara Sammilani)৷ মেয়র পারিষদ দেবাশিস কুমারের এই পুজোয় উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় ৷

Tridhara Sammilani
ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজো

By

Published : Jul 10, 2022, 9:04 AM IST

কলকাতা, 10 জুলাই: মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে যেমন চেতলার দুর্গাপুজো হয়, তেমনই বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে আয়োজিত হয় ত্রিধারা সম্মিলনীর পুজো(Khunti Pujo of Tridhara Sammilani in Kolkata)৷ প্রতিযোগিতায় পরস্পরকে টেক্কা দিলেও শনিবার পুজো উদ্যোক্তা তথা সহকর্মী দেবাশিস কুমারের ত্রিধারা সম্মিলনীর খুঁটিপুজোয় উপস্থিত হন ফিরহাদ হাকিম ৷

দেবাশিস কুমারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন,"বিরাট প্যান্ডেল না হলেও শৈল্পিক দিক দিয়ে কলকাতার শ্রেষ্ঠ পুজো হল ত্রিধারা সম্মিলনীর পুজো ৷ দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে ত্রিধারার পুজো একপ্রকার সেরা ৷ প্রতিবছর নতুন চমক থাকে ৷ তবে এবার কী আছে, তা এখনও পুরোপুরি জানা না-গেলেও খুব শীঘ্রই সবাই জানতে পারবেন ৷ এটাও এদের একটা চমক যে পুরোপুরি থিম না-দেখিয়ে তার ঝলক দেখিয়ে আকর্ষণ বজায় রাখে ৷ যাতে পুরোটা জানতে আমাদের সবার কৌতূহল থাকে ৷"

ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোয় কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম ছাড়াও এদিনের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় ৷ তিনি বলেন, বিশ্বে হেরিটেজ তকমা পাওয়ার পর প্রথম পুজো এবার ৷ তাই 1 সেপ্টেম্বর থেকে মিছিল করে তা উদযাপন করা শুরু হবে ৷ চলবে দুর্গাপুজোর কার্নিভাল পর্যন্ত ৷"

আরও পড়ুন :রথযাত্রার শুভলগ্নে আয়োজিত হল শ্রীভূমি সর্বজনীনের খুঁটিপুজো

ABOUT THE AUTHOR

...view details