পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

khela hobe theme : রাজনীতির ময়দান থেকে পুজোর আঙিনায়, এবারের থিম 'খেলা হবে' - Bhabanipur Durgotsab Samiti

ভবানীপুর দুর্গোৎসব সমিতির এবারের পুজোর থিম 'খেলা হবে' ৷ সুব্রত বক্সীর ভাইয়ের পুজো বলে পরিচিত এটি ৷ তবে এটিকে নিয়ে বিতর্ক খাড়া না করে বিষয়টিকে অন্যভাবে দেখতে বলছেন পুজো উদ্যোক্তারা ৷

khela hobe
khela hobe

By

Published : Aug 27, 2021, 8:39 PM IST

কলকাতা, 27 অগস্ট : রাজনীতির ময়দানের পর এবার পুজোর মণ্ডপ মাতাতে চলেছে শাসকদলের স্লোগান 'খেলা হবে' ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই এবার পুজোর থিম তাঁর পছন্দের স্লোগানে ৷ এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে এবারের ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিম রাখা হয়েছে 'খেলা হবে' ৷ এই পুজো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সীর পুজো নামে পরিচিত ৷ তবে মার্তৃ আরাধনার সঙ্গে রাজনীতিকে এভাবে মেলানোটা অনেকেই ভাল চোখে দেখবেন না ৷ তাই আগেভাগেই সতর্ক পুজো উদ্যোক্তারা ৷ তাঁরা বলছেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান হলেও 'খেলা হবে' থিমের মধ্য দিয়ে তাঁরা আক্ষরিক অর্থেই খেলাধুলোকে তুলে ধরতে চাইছেন ৷

স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বিষয়টিকে দেখতে বলছেন পুজো উদ্যোক্তারা

খেলার আবহে হবে দুর্গাপুজো ৷ উদ্যোক্তারা বলছেন, "খেলাধূলার ইতিবাচক দিকটিই তুলে ধরাটাই এই থিমের প্রধান বিষয় ।" যেমন মণ্ডপে থাকবে, ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলার, সমর্থকরা চিরকালীন দ্বন্দ্ব ভুলে পুজোয় মেতে উঠেছেন ৷ দেখা যাবে, দু’দলের জার্সি পরা খেলোয়াড়রা মা দুর্গাকে কাঁধে নিয়ে মাঠ পেরিয়ে মণ্ডপে নিয়ে যাচ্ছেন । একদিকে থাকবে, জ্যাভলিন হাতে মায়ের পাহারা দিচ্ছেন নীরজ চোপড়া । খেলোয়াড়দের আদলেই তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি । থাকছে ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলার খণ্ডচিত্রও । মণ্ডপজুড়ে কোথাও ফুটবলার, ক্রিকেটার, কিংবা সাঁতারুর অবয়ব থাকবে । পাশাপাশি থাকছে এক সময়ে কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য ।

এই অভিনব থিমকে বাস্তবায়িত করার দায়িত্ব পেয়েছেন শিল্পী সৌমেন ঘোষ ৷ তিনি বলছেন, "প্লাস্টার অব প্যারিস দিয়ে মায়ের সনাতনী মূর্তি তৈরি করা হচ্ছে । মূর্তি একচালার । রাজনীতির পরিসরে এই স্লোগান জায়গা পেলেও মুখ্যমন্ত্রী এটাকে বিনোদনের পর্যায়ে তুলে ধরেছেন । যে কোনও ক্ষেত্রেই খেলা হতে পারে । মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগই আমাদের পুজোর ইউএসপি ।"

কাজে ব্যস্ত শিল্পী

পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরীর কথায়, "খেলা হবে, এখন সর্বজনীন স্লোগানে পরিণত হয়েছে । মা দুর্গাও তো সর্বজনীন । দেখতে দেখতে 56 বছরে পা দিল এই পুজো । আমাদের অনুরোধ এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না । করোনা পরিস্থিতিতে ঘরে বন্দী শিশুরা । তাঁরা সবুজ মাঠ, বলে পা ছোঁয়াতে পারছেন না । তাদের কাছে খেলা মানে শুধু অনলাইন গেম বা মোবাইল গেম । কিন্তু এটা তো খেলা নয় । 'খেলা'র অর্থ মাঠে নেমে খেলা । এই ভাবনা থেকেই এই থিমের উৎপত্তি ।" তিনি আরও জানান, এবার 16 অগস্ট 'খেলা হবে দিবস' পালন হয় সারা রাজ্যজুড়ে । তখনই আমরা ঠিক করলাম পুজোতেও 'খেলা হবে' দিনটিকে ব্যবহার করব । তবে এই থিমের মূল বিষয় হল স্পোর্টসম্যান স্পিরিট ।

আরও পড়ুন : Mamata Banerjee : মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আসন্ন । গত বিধানসভা ভোটে 'খেলা হবে' স্লোগানে ভর করেই রাজ্য জয় করেছিল তৃণমূল কংগ্রেস । উপনির্বাচনেও সেই রেশ বজায় থাকবে । তার মধ্যেই ভবানীপুর দুর্গোৎসব সমিতি এবার তাদের পুজোর ভাবনাকে মেলে ধরেছে 'খেলা হবে' স্লোগানের সুরে সুর মিলিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details