কলকাতা, 27 অগস্ট : রাজনীতির ময়দানের পর এবার পুজোর মণ্ডপ মাতাতে চলেছে শাসকদলের স্লোগান 'খেলা হবে' ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই এবার পুজোর থিম তাঁর পছন্দের স্লোগানে ৷ এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে এবারের ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিম রাখা হয়েছে 'খেলা হবে' ৷ এই পুজো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সীর পুজো নামে পরিচিত ৷ তবে মার্তৃ আরাধনার সঙ্গে রাজনীতিকে এভাবে মেলানোটা অনেকেই ভাল চোখে দেখবেন না ৷ তাই আগেভাগেই সতর্ক পুজো উদ্যোক্তারা ৷ তাঁরা বলছেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান হলেও 'খেলা হবে' থিমের মধ্য দিয়ে তাঁরা আক্ষরিক অর্থেই খেলাধুলোকে তুলে ধরতে চাইছেন ৷
খেলার আবহে হবে দুর্গাপুজো ৷ উদ্যোক্তারা বলছেন, "খেলাধূলার ইতিবাচক দিকটিই তুলে ধরাটাই এই থিমের প্রধান বিষয় ।" যেমন মণ্ডপে থাকবে, ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলার, সমর্থকরা চিরকালীন দ্বন্দ্ব ভুলে পুজোয় মেতে উঠেছেন ৷ দেখা যাবে, দু’দলের জার্সি পরা খেলোয়াড়রা মা দুর্গাকে কাঁধে নিয়ে মাঠ পেরিয়ে মণ্ডপে নিয়ে যাচ্ছেন । একদিকে থাকবে, জ্যাভলিন হাতে মায়ের পাহারা দিচ্ছেন নীরজ চোপড়া । খেলোয়াড়দের আদলেই তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি । থাকছে ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলার খণ্ডচিত্রও । মণ্ডপজুড়ে কোথাও ফুটবলার, ক্রিকেটার, কিংবা সাঁতারুর অবয়ব থাকবে । পাশাপাশি থাকছে এক সময়ে কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য ।
এই অভিনব থিমকে বাস্তবায়িত করার দায়িত্ব পেয়েছেন শিল্পী সৌমেন ঘোষ ৷ তিনি বলছেন, "প্লাস্টার অব প্যারিস দিয়ে মায়ের সনাতনী মূর্তি তৈরি করা হচ্ছে । মূর্তি একচালার । রাজনীতির পরিসরে এই স্লোগান জায়গা পেলেও মুখ্যমন্ত্রী এটাকে বিনোদনের পর্যায়ে তুলে ধরেছেন । যে কোনও ক্ষেত্রেই খেলা হতে পারে । মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগই আমাদের পুজোর ইউএসপি ।"