কলকাতা, 22 মার্চ:এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে শোনা গেল 'খেলা হবে' স্লোগান ৷ হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন এসএসসি গ্রুপ সি'র 842 জন কর্মী ৷ সেই শূন্যপদে ওয়েটিং লিস্টে থাকা বাকিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আদালতের নির্দেশে ৷ বৃহস্পতিবার থেকে এই নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ৷ এই কাউন্সেলিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন চাকরিহারাদের আইনজীবীরা (SSC Group C recruitment case) ।
বুধবার এই মামলার শুনানিতেই আদালতে 'খেলা হবে' স্লোগান শোনা যায় ৷ যদিও বিচারপতি সুব্রত তালুকদার এই স্লোগানের জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের ভর্ৎসনা করেন ও 'খেলা হবে' শব্দবন্ধটি প্রত্যাহার করার নির্দেশ দেন (Khela Hobe slogan at Cal HC) । যদিও এই আবেদনের প্রেক্ষিতে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ এদিন দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে ৷
এদিন চাকরিহারাদের আইনজীবীর তরফে আদালতে বলা হয় 'খেলা শুরু হয়েছে, খেলা হবে ।' আবেদনকারীদের যুক্তি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি), মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধেও তো বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন । কারণ এসএসসি'র সুপারিশ পত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র এবং জেলা স্কুল পরিদর্শকের অনুমোদন নিয়ে তবেই কাজে যোগদান করেছিলেন চাকরিহারারা । তাই এই তিন সংস্থার ভূমিকা কেন খতিয়ে দেখা হবে না, সেই প্রশ্ন তোলেন আবেদনকারীদের আইনজীবীরা ৷
চাকরি খোয়ানো প্রার্থীদের তরফে মূল্যায়নকারী সংস্থা এনওয়াইএসএ (NYSA)-এর ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলা হয়েছে আবেদনকারীদের আইনজীবীদের তরফে । কারণ উত্তরপ্রদেশ সরকারও এনওয়াইএসএ-কে কালো তালিকাভুক্ত করেছিল । এদিন নিজের কম্পিউটার থেকে ওএমআর শিটের স্বাক্ষর পরিবর্তন করে এনে আদালতে দেখান চাকরিহারাদের আইনজীবী ।