কলকাতা, 28 জুলাই : "মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতির জন্যই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির হাল বিপরীতে যাচ্ছে ।" সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এই মন্তব্য করেছেন বলে খবর সামনে আনে কয়েকটি সংবাদমাধ্যম । এনিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, "বিদায় বেলায় BJP-র কাছে পয়েন্ট বাড়ানোর জন্য এই মন্তব্য করেছেন রাজ্যপাল ।"
PTI-র খবর অনুযায়ী, রাজ্যপাল মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপরীতদিকে প্রভাবিত করছে । মুখ্যমন্ত্রী তাঁর নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের ক্ষমতা রাখেন । তবে তাঁর অনুভূতি এবং অনুশীলন সংযমের উপর নজর রাখা দরকার । মুখ্যমন্ত্রীর উচিত প্রত্যেক নাগরিকের প্রতি বৈষম্য ছাড়া সমান আচরণ করা ।" এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর শুরু হয় বিতর্ক । এই নিয়ে তৃণমূলের তরফে রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করা হয় । দলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিদায়বেলায় BJP-র কাছে পয়েন্ট বাড়ানোর জন্য এধরনের মন্তব্য করছেন । এতদিন এব্যাপারে কোনও কথা বলেননি কেন? কেন বিদায়বেলায় এই নিয়ে প্রশ্ন তুলছেন?"
এই সংক্রান্ত খবর : PTI-কে সাক্ষাৎকার ; রাজ্যপালের কথায় তোষণের রাজনীতি, মমতা স্তুতিও