কলকাতা, 22 সেপ্টেম্বর: বেলেঘাটা আইডিতে হাসপাতালে ভরতি নিপা ভাইরাসে আক্রান্ত নন। হাসপাতাল সূত্রে খবর, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে আসা রক্তের রিপোর্টে নিপা নেগেটিভ দেখিয়েছে। বহু প্রতীক্ষিত এই রিপোর্টের জেরে অবশেষে মিলেছে স্বস্তি। তবে এখনও ওই ব্যক্তি ভরতি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালেই।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা বছর 26-এর ওই ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক। কেরলে মূলত কাজে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেখানে তাঁর দুই বন্ধু অজানা জ্বরে মারা গিয়েছিলেন। জ্বরে আক্রান্ত হন তিনিও। যুবককে এরপর কেরলের এর্নাকুলাম হাসপাতালে ভরতি করা হয়। এরপর রাজ্যে ফিরে আসেন তিনি। চিকিৎসকদের দাবি, ধুম জ্বর, গা-হাতপা ব্যথা, গলা ব্যথা, বমি ভাব প্রভৃতি উপসর্গ নিয়ে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। পরবর্তীকালে মেডিসিন বিভাগের চিকিৎসকরা বিষয়টি হাসপাতালের উচ্চ কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত বেলেঘাটা আইডি হাসপাতাল বা সংক্রামক রোগের হাসপাতালে তাঁকে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন।