কলকাতা, 1 জুলাই: সকাল থেকেই একাধিক জায়গায় চলছে ডক্টর'স ডে উদযাপন । ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্যান্য চিকিৎসকদেরও সম্মান জানানো হচ্ছে ৷ আর শুক্রবারের এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী(keep faith on state health infrastructure says health official)।
এদিন এক অনুষ্ঠানে শান্তনু সেন, মানস ভুঁইয়া ও অন্য চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও । চিকিৎসক ও সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, "আমরা অনেকটা এগিয়ে আছি । পশ্চিমবঙ্গের মতো স্বাস্থ্য ব্যবস্থা অন্য কোনও রাজ্যে নেই । কিছু হয়তো ভুল আমাদের আছে । কিছু চিকিৎসকের অভাব রয়েছে । কারণ চিকিৎসক তো বললেই পাওয়া যায় না । তাও সরকারি বিভিন্ন প্রকল্পের জেরে মানুষ চিকিৎসা পাচ্ছে । স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাচ্ছেন । ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখুন ।"
WB Health Department: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন, ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার
চিকিৎসক দিবসের এক অনুষ্ঠানে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখার কথা বললেন স্বাস্থ্য অধিকর্তা(WB Health Department)৷ এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা ছাড়াও ছিলেন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন, মানস ভুঁইয়া ও অন্য চিকিৎসকরা ৷
চিকিৎসক দিবসের অনুষ্ঠান
TAGGED:
WB Health Department