কলকাতা, 30 মার্চ: রাজ্য রাজনীতিতে 'নন্দলাল' বেশ চর্চায় ৷ শাসক থেকে বিরোধী শিবির সকলেরই মুখে এখন 'নন্দলাল'-এর নাম ৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে 'নন্দলাল' বলে সম্মোধন করেছিলেন। সেটাই এবার মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। বৃহস্পতিবার সরকারি কর্মীদের শহিদ মিনারের সমাবেশকে সমর্থন জানাতে এসেছিলেন যুব কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বলেন, "আমার বলছি, বলো কী নন্দলাল, চোরের পিসির বড় গলা, এই তো রাজ্যে হাল ৷"
বৃহস্পতিবার শহিদ মিনারে মহাসমাবেশের মঞ্চ থেকে শাসক শিবিরকে লক্ষ্য় করে একাধিক মন্তব্য করেন কৌস্তভ ৷ টেনে আনেন বুধবারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের সভাকেও। তিনি বলেন, "আমায় অনেকেই জিজ্ঞেস করেছেন, বুধবার এখানে যে দুটো মঞ্চ হয়েছিল তার তফাৎটা কোথায়? আসলে একটা মঞ্চ ছিল দুনিয়ার চোরেদের এক হওয়ার মঞ্চ। তারা চুরি করে সব শেষ করে দেবে কিন্তু চোর বলতে পারবে না। কিন্তু যারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করবেন, তাঁদেরকে আমার পিসি চোর বলবেন। মুখমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি এই মঞ্চে এসে বসে বলুন আমিও আপনাদের মত বঞ্চিত, কেন্দ্র আমার সঙ্গে বঞ্চনা করেছে। তা না করে, উনি রাজ্য সরকারি কর্মীদের টাকায় মঞ্চ বাঁধিয়ে ধরনা দিচ্ছেন।"