কলকাতা, 31 ডিসেম্বর: বছরের শেষ দিনে পোস্টার রাজনীতি ৷ রবিবার সকাল থেকেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজার গড়িয়াহাট শিয়ালদার মতো জনবহুল এলাকাগুলিতে নতুন পোস্টার দেখা গেল । তাতে লেখা, 'বাংলায়, বিকল্প রাজনীতি'। এই পোস্টার দেখে খুশি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র তথা আইনজীবী কৌস্তুভ বাগচি । যে কারণে তিনি আজ নিজের ফেসবুক প্রোফাইলে, #বাংলায়বিকল্পরাজনীতি #BanglayBikolpoRajneeti লিখেছেন ।
একইসঙ্গে এদিন এক ভিডিয়ো বার্তায় তিনি দাবি করেছেন,"দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে একটি ভ্যাকিউম তৈরি হয়েছে । আমি কয়েকদিন আগেও বিকল্প রাজনীতির কথা বলেছিলাম । এখন ভালো লাগছে যে, সাধারণ মানুষ সেটা সাদরে গ্রহণ করেছে ।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিকল্প রাজনীতি, এই কথাটি আমি কয়েকমাস আগেই বলেছিলাম । কারণ, আমি মনে করি আগামিদিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি । দীর্ঘদিন ধরেই আমি এ কথা বলেছি । আজকে সারা শহরজুড়ে এরকম পোস্টার পড়েছে । এই ধরনের কথা যদি কোনও ব্যক্তি বা সংস্থাকে উদ্বুদ্ধ করে তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব । এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এভাবেই গ্রহণ করে সত্যিই আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব ।"
যদিও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা মিডিয়া সেলের ইনচার্জ সৌম্য আইচ রায় এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ । তাঁর বক্তব্য, "কৌস্তভ বাগচির মন্তব্য বা দাবি নিয়ে আমি কিছু বলতে চাই না । কিন্তু এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয় , গোটা দেশের মানুষ সর্বক্ষণই বিকল্প রাজনীতি খোঁজে । কিন্তু পশ্চিমবঙ্গে কেউ অন্ধকারে পোস্টার মেরে যদি বিকল্প রাজনীতিক খোঁজেন তাহলে সেটা তাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার । কিন্তু এটা একটা ময়ূর সিংহাসনের লড়াই এবং একটা হতাশার থেকে এরকম নতুন রাজনীতির জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে কার্যত এটা অন্ধকারের মত ।"