কলকাতা,03 ডিসেম্বর:"দুনিয়ার চোর-জোচ্চরদের সঙ্গে এক মঞ্চ ভাগ করার ফল যা হওয়ার তাই হয়েছে ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে বাঁচার মানসিকতা না-ছাড়তে পারলে, সত্যিই একদিন কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাবে। কংগ্রেস মুক্ত ভারত করার ক্ষেত্রে বিজেপির যত না কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব আমাদের নিজেদের ৷" বিধানসভা নির্বাচনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর রবিবার এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।
এদিন ফের কংগ্রেসের বিরুদ্ধেই সরব হয়েছেন কৌস্তভ ৷ কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত না-করে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে একাট্টা করার যে চেষ্টা করছে তা উচিত নয় বলেই মনে করছেন তিনি । এদিন তিনি বলেন, "সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার চোর এক হলে কী অবস্থা হতে পারে এটা তার ফলশ্রুতি ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে থাকার যে মানসিকতা এটাই কংগ্রেসকে ডোবাচ্ছে ৷ এই মানসিকতা যতদিন থাকবে দলের এই ভরাডুবি ততদিন হবে ৷"