পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaustav Bagchi New Post: কৌস্তভকে লিগ্যাল সেলের চেয়ারম্যান করল যুব কংগ্রেস - ইউথ কংগ্রেস কমিটির লিগাল সেল

আইনজীবী কৌস্তভ বাগচী লিগাল সেলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস (Kaustav Bagchi New Post in Youth Congress) ৷ বুধবার তাঁকে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে ৷ যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, কৌস্তবের প্রতিবাদী সত্ত্বাকে কাজে লাগাতে চায় দল ৷

Kaustav Bagchi New Post
Kaustav Bagchi New Post

By

Published : Mar 8, 2023, 7:40 PM IST

কলকাতা, 8 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Congress Leader Kaustav Bagchi) । সেদিন কার্যত রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল তাঁর গ্রেফতারি নিয়ে ৷ তারপর থেকেই আলোচনা শুরু হয়েছিল যে কৌস্তভ বাগচী এবার প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন ।

সপ্তাহ ঘুরল না । সেই চর্চায় সিলমোহর পড়ল । পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির (West Bengal Youth Congress) গুরুত্বপূর্ণ পদে বসানো হল কৌস্তভকে । তাঁকে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেস কমিটির লিগাল সেলের (Youth Congress Legal Cell) চেয়ারম্যান করা হয়েছে । যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক লিখিতভাবে তা প্রত্যেক জেলা কমিটি ও রাজ্য কমিটির নেতাদের জানিয়েও দিয়েছেন ।

বুধবার আজহার মল্লিক ইটিভি ভারতকে বলেন, "কৌস্তভ বাগচী বরাবরই লড়াকু সৈনিক । তিনি আইনজীবীও । আগামিদিনে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সমস্ত আইনের লড়াইয়ের নেতৃত্ব দেবেন তিনি । এক কথায় তিনি আইনি লড়াই বুঝে নেবেন । তাই তাঁকে যুব কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান করা হয়েছে । এই মুহূর্তে তাঁর মধ্যে অন্যতম প্রতিবাদী এবং আন্দোলনকারী সত্ত্বা খুঁজে পেয়েছেন রাজ্যের যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা । তাঁর নেতৃত্বে রাজ্যের যুব প্রদেশ কংগ্রেস আইনের লড়াই লড়বে ।"

ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেস কমিটির লিগাল সেল

আর এই সিদ্ধান্তের ক্ষেত্রে কৌস্তভের গ্রেফতারের ঘটনা যে অন্যতম ভূমিকা পালন করেছে, তা স্বীকার করে নিয়েছেন আজহার মল্লিক । তিনি বলেন, "কৌস্তভকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর ক্ষেত্রে অবশ্যই তাঁর প্রতিবাদী সত্ত্বাকে গুরুত্ব দেওয়া হয়েছে । তাঁর মধ্যে যে জেদ আছে, তা রাজ্য যুব কংগ্রেসের কর্মীদের অনেকটাই মনোবল বাড়াতে সাহায্য করেছে ।"

এদিকে আজ ফের মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে যান কৌস্তভ ও আজহার । সেখানে ছিলেন সিপিএমের যুব সংগঠনের নেতা শতরূপ ঘোষও । সরকারি কর্মচারীদের 10 মার্চের ধর্মঘটকে (Strike on DA Issue) সমর্থন জানানো হয়েছে কংগ্রেসের তরফে ।

আজহার মল্লিক বলেন, "রাজ্যের গদিতে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতেই হবে । সরকারি কর্মচারীদের ধর্মঘট যুক্তিসঙ্গত ৷ আমরা ওইদিন তাঁদের মঞ্চে ফের যাব । সিপিএমের যুব সংগঠন ডিওআইএফআই-কেও আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি । শতরূপ ঘোষের কাছে আহ্বান জানানো হয়েছে ।"

আরও পড়ুন:প্রতিবাদী সত্ত্বা নিয়ে নিজেকে গ্যালিলিওর সঙ্গে তুলনা করলেন 'ন্যাড়া' কৌস্তভ বাগচী

ABOUT THE AUTHOR

...view details