কলকাতা, 8 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Congress Leader Kaustav Bagchi) । সেদিন কার্যত রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল তাঁর গ্রেফতারি নিয়ে ৷ তারপর থেকেই আলোচনা শুরু হয়েছিল যে কৌস্তভ বাগচী এবার প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন ।
সপ্তাহ ঘুরল না । সেই চর্চায় সিলমোহর পড়ল । পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির (West Bengal Youth Congress) গুরুত্বপূর্ণ পদে বসানো হল কৌস্তভকে । তাঁকে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেস কমিটির লিগাল সেলের (Youth Congress Legal Cell) চেয়ারম্যান করা হয়েছে । যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক লিখিতভাবে তা প্রত্যেক জেলা কমিটি ও রাজ্য কমিটির নেতাদের জানিয়েও দিয়েছেন ।
বুধবার আজহার মল্লিক ইটিভি ভারতকে বলেন, "কৌস্তভ বাগচী বরাবরই লড়াকু সৈনিক । তিনি আইনজীবীও । আগামিদিনে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সমস্ত আইনের লড়াইয়ের নেতৃত্ব দেবেন তিনি । এক কথায় তিনি আইনি লড়াই বুঝে নেবেন । তাই তাঁকে যুব কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান করা হয়েছে । এই মুহূর্তে তাঁর মধ্যে অন্যতম প্রতিবাদী এবং আন্দোলনকারী সত্ত্বা খুঁজে পেয়েছেন রাজ্যের যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা । তাঁর নেতৃত্বে রাজ্যের যুব প্রদেশ কংগ্রেস আইনের লড়াই লড়বে ।"