কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই কলকাতায় কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন অনুজ শর্মা। বললেন, কলকাতায় বসবাসকারী কাশ্মীরিরা নিরাপদে রয়েছেন। আজ সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।
কাশ্মীরিরা শহরে সুরক্ষিত, দায়িত্ব নিয়ে বললেন অনুজ শর্মা - CP
পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই কলকাতায় কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন অনুজ শর্মা।
নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর লক্ষ্য কী ? জিজ্ঞাসা হলে অনুজ শর্মা বলেন, "সাধারণ মানুষকে সাহায্য করার দিক থেকে কলকাতা পুলিশের ঐতিহ্য রয়েছে। আমাদের লক্ষ্য এখনও একই থাকবে। কলকাতা পুলিশ খুব ভালো কাজ করছে। মানুষের জন্য কাজ করা আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য। এছাড়াও অপরাধের বিরুদ্ধে আমরা কাজ করব। ট্র্যাফিক ঠিক রাখার জন্য কাজ করব। মানুষ যাতে তাদের সুবিধা-অসুবিধায় আমাদের পাশে পায় তা নিশ্চিত করব। তাঁদের সঙ্গে আমরা কাজও করব। সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাদের সুরক্ষা। কলকাতা দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর।"
কয়েকদিন আগে পুলওয়ামাতে জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। তারপর থেকে কলকাতায় বসবাসকারী কাশ্মীরিদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। সেই প্রসঙ্গে নতুন পুলিশ কমিশনার বলেন, "আমি বিশ্বাস করি কাশ্মীরিরা এই শহরে সুরক্ষিত আছেন। আমি পদের দায়িত্ব নিয়েই পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। ওঁদের থাকার জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। ওঁদের সঙ্গে কথাও বলেছি। নতুন করে সুরক্ষা দেওয়া হবে।"