পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2023: অন্ধকার গলিতে হারিয়ে যাওয়া নারীদের যন্ত্রণা-অভিমান তুলে ধরছে কাশী বোস লেন সর্বজনীন - দুর্গাপুজো 2023

86 বছরে পা দিল কাশী বোস লেন সর্বজনীনের দুর্গাপুজো ৷ এবার তারা মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে তুলে ধরেছে অন্ধকারে থাকা নারীদের জীবন ৷ থিমের নাম 'চাই না হতে উমা' ৷ কীভাবে এই থিম ভাবনা ফুটিয়ে তুলছে তারা ? মণ্ডপ ঘুরে প্রস্তুতি দেখল ইটিভি ভারত ৷ কথা বলল পুজো উদ্যোক্তার সঙ্গে ৷

Etv Bharat
কাশী বোস লেন সর্বজনীনের পুজো

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 4:12 PM IST

অন্ধকার গলিতে হারিয়ে যাওয়া নারীদের যন্ত্রণা-অভিমান তুলে ধরছে কাশী বোস লেন সর্বজনীন

কলকাতা, 15 অক্টোবর: নাবালিকা থেকে বিভিন্ন বয়সের নারীর অনিচ্ছায় অন্ধকারের গ্রাসে চলে যাওয়া প্রতিদিনের ৷ এই যন্ত্রণার শেষ কোথায় বলা কঠিন ৷ দেহ ব্যবসায় বাধ্য যে নারী, খাবারের লোভ দেখিয়ে যে নাবালিকাকে বিক্রি করা হলো, নির্যাতনের বিকৃতি যে নাবালিকার শৈশবকে ছারখাড় করে দিল, যাঁদের মাথা উঁচু করে বাঁচার সাহস দেখানো গেল না, সেই নারীদের পরিণতি আটকে যায় দেহ ব্যবসা সহ বিভিন্ন ধরণের অন্ধকার গলিতে ৷ তাঁদের যন্ত্রণা, অভিমানের কথা শোনাবে কাশী বোস লেন সর্বজনীন ।

এবার 86 বছরের পুজোয় বিষয় ভাবনা 'চাই না হতে উমা ।' এই বিষয় ভাবনাকে মণ্ডপজুড়ে জীবন্ত রূপ দিয়েছেন শিল্পী রিন্টু দাস । আবহ সংলাপে সঙ্গত করেছেন কবি ও লেখক শ্রীজাত । ঠাকুরের চক্ষুদান করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা । প্রতিমা তৈরি করেছেন অমল পাল ।

নারী পাচার, অপহরণ, ধর্ষণ, দেহব্যবসার শিকার নারীদের প্রতি মুহূর্ত যেন দুর্বিসহ । অথচ তাঁরাও তো এক একজন দেবীর রূপ ৷ পুজোর পাঁচদিনদেবী দুর্গাকে পূজিত হন ৷ উৎসব পালন করি । তবে বাস্তবের সেই অন্ধকার গলির উমাদের দিকে সমাজ ফিরেও তাকায় না । তাই অভিমান- তাঁরা উমা হতে চান না । এবার পুজোয় তাঁদের সেই যন্ত্রণা নানা আঙ্গিকে ফুটে উঠেছে কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে ।

এই বিষয়ে কমিটির কর্মকর্তা সোমেন দত্ত বলেন, "একটা সামাজিক ব্যাধি নারী পাচার । সেই ব্যাধির কথা দুর্গাপুজোর মতো সামাজিক মঞ্চে তুলে ধরা । এই ঘটনা শিশু কিশোর যৌবন শেষ করে দেয় । তারা যেমন অভিমান করছেন তেমন মায়ের কাছে মুক্তি কামনা করছেন । আমরা সমাজের সব অংশের কাছে আহ্বান করছি তাদের যথাযথ সম্মান দিতে ও তাদেরকেও আমাদের মতই সমাজ যাতে গ্রহণ করে ।"

আরও পড়ুন : মহালয়ায় খুলে গেল মণ্ডপ, দেবীপক্ষের শুরুতেই শ্রীভূমির ডিজনিল্যান্ডে মানুষের ঢল

ABOUT THE AUTHOR

...view details