পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: কসবার আরকে চ্যাটার্জি অধিবাসীবৃন্দের এবারের থিম 'মোরা এবার মোড়াতে'

থিমের জাকজমকেও বাংলার শিল্পকে ভোলেনি কসবার অধিবাসীবৃন্দের পুজো (Kasba R K Chatterjee Road Adhibasi Brinda) ৷ মণ্ডপ শয্যায় ব্যবহার করা হয়েছে বেতের মোড়া থেকে কুলো ৷ আরকে চ্যাটার্জির পুজো এবার 44 বছরে পদার্পণ করল (Durga Puja 2022) । এ বছর তাদের থিম 'মোরা এবার মোড়াতে' ।

Kasba R K Chatterjee Road Adhibasi Brinda Durga puja 2022 theme
Kasba R K Chatterjee Road Adhibasi Brinda Durga puja 2022 theme

By

Published : Sep 24, 2022, 6:36 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: রাত পেরোলেই মহালয়া (Mahalaya) । আর মহালয়া মানেই দুর্গাপুজোর সূচনা ৷ রাজ্যের বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে যায় মহালয়ার দিন থেকেই ৷ তাই এখন শহরের নামী ও পুরনো পুজোগুলির শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে । আর এর থেকে পিছিয়ে নেই দক্ষিণ কলকাতার (South Kolkata Puja) অন্যতম বড় পুজো কসবার আরকে চ্যাটার্জি অধিবাসীবৃন্দ দুর্গোৎসবও (Kasba R K Chatterjee Road Adhibasi Brinda) । মণ্ডপে কারিগর এবং পুজো উদ্যোক্তারা দিনরাত এক করে চালাচ্ছে শেষ বেলার প্রস্তুতি ।

এ বছর বাংলার প্রাচীন বেত শিল্পকে প্রাধান্য দিচ্ছে পুজো উদ্যোক্তারা

আরকে চ্যাটার্জির পুজো এবার 44 বছরে পদার্পণ করল (Durga Puja 2022) । এ বছর তাদের থিম 'মোরা এবার মোড়াতে' । গেট থেকে শুরু করে মূল মণ্ডপ, সর্বত্রই মোড়া এবং কুলোর সুচারু কাজ দেখা যাবে । বাংলার প্রাচীন বেত শিল্পকে প্রাধান্য দিয়ে এখানে মণ্ডপ শয্যায় বেত, কুলো ও পাটের ব্যবহার করা হয়েছে ।

আরকে চ্যাটার্জির পুজো এবার 44 বছরে পদার্পণ করল

মণ্ডপ ভাবনায় রয়েছেন তপন সরকার । প্রতিমা শিল্পী সনাতনরুদ্র পাল (Sanatan Rudra Pal) । অন্যান্য পুজোগুলির মত গত দুই বছরে ইচ্ছে থাকলেও বড় পরিসরে করা সম্ভব হয়নি এই পুজো । তাই এবার আর কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা । পাশাপাশি এ বছর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে । তাই এই বছরটাকে আরও বেশি স্মরণীয় করে রাখতে পুজোর কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই । মণ্ডপ শয্যায় থিমের ছোঁয়া থাকলেও এখানে সাবেকি সাজেই দেখা যাবে মা দুর্গা ও তাঁর সন্তানদের (Durga puja 2022 theme) ।

থিম 'মোরা এবার মোড়াতে'

আরও পড়ুন:এবার পুজোয় দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকবে ব্রেইল ডিসপ্লে স্ট্যান্ড

কসবা আরকে চ্যাটার্জি অধিবাসীবৃন্দের যুগ্ম সম্পাদক সমীর পাল বলেন, "একটা সময় ছিল যখন সবার বাড়িতেও অন্তত একটা বেতের মোড়া পাওয়া যেত । কিন্তু এখন আর তা দেখা যায় না । মোড়া ব্যবহারের চল প্রায় উঠেই গিয়েছে । তাই এবারের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে বাংলার এই প্রাচীন শিল্পকে তুলে ধরারই চেষ্টা করেছি । মণ্ডপ থিমের হলেও প্রতিমার সাজ একেবারেই সাবেকি থাকছে । মাটির চালচিত্রে মাটির প্রতিমা ।" যেহেতু এই বছর থেকে থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তাই বাঁশ, কঞ্চি, বেত, দড়ি ও কুলো দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details