কলকাতা, 28 অগস্ট: ছাত্র পরিষদের 70 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহাজাতি সদনে অন্যতম বক্তা ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। কম-বেশি 55 মিনিট বক্তব্য রেখেছেন তিনি। গোটাটাই বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করে। বক্তব্যের শেষে দিকে তিনি বলেন, "ভারত এক জোট থাকলে 'ইন্ডিয়া' জিতবে আর এনডিএ হারবে।" তবে সোমবার একটি শব্দও তৃণমূল বিরোধিতায় ব্যয় করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন নীরবই থাকলেন কানহাইয়া।
এদিন গান্ধি মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদ পালন করেছে তাদের প্রতিষ্ঠা দিবস। বক্তার তালিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্ধ্যাপাধ্যায়। আর সেই একই সময়ে খানিক দূরে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে পালন হয় এই দিনটি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এদিন কানহাইয়া তাঁর বক্তব্যে চিরাচরিতভাবে উগ্র হিন্দুত্বের বিরোধীতা করা থেকে সংবিধান রক্ষার পক্ষে সওয়াল করেন। চন্দ্রযান নিয়ে বিজ্ঞানীদের সাফল্য মোদি গ্রাস করতে চাইছে সেই বিষয়ও তুলে ধরে বলেন, "যদি চন্দ্রযান সাফল্য মোদির হয় তাহলে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার দায়ও তাঁর। খেলায় জিতে দেশের নাম উজ্জ্বল করে খেলোয়াররা সেটা মোদির ক্রেডিট হলে, বহু মানুষ দু'মুঠো ভাত জোগাড় করতে না পেরে মরে যান, সেটাও মোদির দায়।"