কলকাতা, 10 অক্টোবর: কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিবাদ আছড়ে পড়ল রাস্তায় ৷ রায়ের বিরোধিতা করে আজ একদিকে কামদুনিতে পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা ৷ আর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কলকাতার ভিক্টোরিয়া হাউজ থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত হল শান্তি মিছিল ৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা মৃতার পরিবারের ৷
2013 সালের 6 জুন কামদুনিতে নাবালিকা ছাত্রীকে মর্মান্তিকভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল ৷ সেই মামলায় কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে অসন্তুষ্ট সমগ্র কামদুনি এবং নির্যাতিতার পরিবার । রায়ের প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করে নাগরিক মঞ্চ ৷ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মিছিল উপস্থিত থাকলেও আজকের এই মিছিল ছিল অরাজনৈতিক । এই মিছিলে যেমন উপস্থিত ছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা, তেমনই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র, বাম মহিলা সংগঠনের কণীনিকা বসু ঘোষ এবং আরও অনেকে ।
আজ এই মিছিলে কিছুটা হেঁটে তীব্র গরম এবং মানসিক চাপে মাঝ রাস্তায় অচৈতন্য হয়ে পড়েন টুম্পা কয়াল । তারপর তাঁকে অ্যাম্বুলেন্স করে প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
মিছলে অংশগ্রহণকারীরা এ দিন বলেন যে, হাইকোর্টের রায়ে তাঁরা হতাশ । দীর্ঘ 10 বছরের লড়াইতে যে আশা নিয়ে তাঁরা বুক বেঁধেছিলেন, তা চুরমার হয়ে গিয়েছে । তাই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে স্থির করেছেন । এছাড়াও তাঁরা দাবি করেন যে, কামদুনির নিহত ছাত্রী খুনে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে । রাজ্য সরকারের প্রশাসনিক অপদার্থতা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা ।