কলকাতা, 25 অক্টোবর:ট্যাংরার চায়না টাউনের (China Town) নাম কে না শুনেছে ৷ বিগ বসের (Big Boss restaurant) মতো রেস্তরাঁগুলোর কারণে আরও জনপ্রিয় হয়ে উঠেছে শহর কলকাতার এই অঞ্চল ৷ তবে জানেন কি, কালীপুজোর মরশুমে চায়না টাউনের একটা আলাদা কদর আছে, কারণ প্রচলিত হিন্দু রীতিনীতি মেনে এ সময় এখানে ধুমধাম করে পূজিত হন মা কালী (Kalipujo of China Town organised by Chinese in Kolkata) ৷
ট্যাংরার চিনা কালী মন্দিরে এই পুজোর উদ্যোক্তা এদেশে বসবাসকারী চিনা নাগরিকরা ৷ সবমিলিয়ে চায়না টাউনের কালীপুজো আদতে সর্বধর্মের মিলনক্ষেত্র ৷ আর কালীপুজোর সময় তিব্বতী এবং ভারতীয় সংস্কৃতির এক অদ্ভূত মেলবন্ধন দেখা যায় এই চিনা পাড়ায় ৷ আর এই পুজো যিনি করেন তিনি আদ্যন্ত এক হিন্দু বাঙালি ৷ পুজো নিয়ে কী বলছেন চিনা কালী মন্দিরের ইনচার্জ, আসুন জেনে নেওয়া যাক ৷