পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bird Lover Kalighater Kaku: কালীঘাটের কাকুর প্রিয় বন্ধু ধূসর টিয়া আজ বন্ধুহারা - সুজয়কৃষ্ণ ভদ্র

ইডির হাতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের প্রিয় পোষ্য ধূসর টিয়া আজ বন্ধুহারা ৷ বেহালার বাড়িতেই রয়েছে এই অভিজাত বিরল প্রজাতির পাখি ৷

Bird Lover Kalighater Kaku
Bird Lover Kalighater Kaku

By

Published : Jun 1, 2023, 6:01 PM IST

Updated : Jun 1, 2023, 6:26 PM IST

কলকাতা, 1 জুন: টিয়া টিয়া টিয়া, অজপাড়া গাঁয়ে থাকে...৷ হংসরাজের টিয়া অজপাড়া গাঁয়ে থাকলেও এখন যে টিয়ার গল্প শোনাব, তার বাস বিলাসবহুল বাড়িতে ৷ শুধু তাই নয়, তাকে স্নান করানো, খাওয়ানো ও যাবতীয় পরিচর্যার জন্য নিযুক্ত রয়েছেন এক পরিচারক ৷ আরে, এ তো আর যে সে বাড়ির টিয়া নয়, কালীঘাটের কাকুর বাড়ির টিয়া ৷ ধূসর প্রজাতির বিদেশি এই অভিজাত পাখিই ইডির হাতে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্রর 'প্রাণের বন্ধু' ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাঁর ক্ষেত্রে সামনে এসেছিল কুকুরপ্রেম ৷ পার্থর গ্রেফতারির পরই প্রকাশ্যে আসে যে, তাঁর পোষা অভিজাত কয়েকটি দামি কুকুরকে রাখার জন্য নাকতলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি ৷ শখ পূরণের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থের সঙ্গে সদ্য ইডির হাতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকুর একটি বিষয়ে মিল খুঁজে পাওয়া গিয়েছে ।

সুজয়কৃষ্ণ ভদ্র অবশ্য কুকুর নয়, পাখিপ্রেমী ৷ তাঁর বাড়িতে রয়েছে একটি অভিজাত এবং কার্যত বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি । এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে রয়েছে একটি ধূসর রঙের টিয়া ৷ যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা । পাখিটির পরিচর্যা, তাকে খাওয়ানো ও স্নান করিয়ে দেওয়ার জন্য নিযুক্ত রয়েছেন এক ব্যক্তি । তদন্তকারীরা জানতে পেরেছেন, এই পাখিটি যে সে পাখি নয় ৷ ধূসর রঙের এই টিয়া একটি বিদেশি পাখি । এই বিরল প্রজাতির পাখির বাস মূলত আফ্রিকায় ৷ মধ্য আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকাই এই ধূসর রঙের টিয়ার পরিচিত আবাসস্থল ৷

বর্তমানে সেখানে এই পাখি আর বিশেষ দেখা যায় না । জানা গিয়েছে, এই পাখি অল্প সময়ের মধ্যেই হুবহু কথা বলতে শিখে যায় ৷ একেবারে মানুষের কায়দায় কথা বলতে পারে এই পাখি । কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের অত্যন্ত শখের এবং প্রাণের বন্ধু এই ধূসর টিয়া ।

কিন্তু এখন প্রশ্ন হল, এই পাখি তিনি পেলেন কোথা থেকে ? সদ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা জানতে পারেন শুধু অভিজাত পাখি পোষা নয়, কালীঘাটের কাকুর জীবনশৈলী ছিল একেবারে রাজকীয় । এলাকার বাসিন্দাদের থেকে পাওয়া খবর, তাঁর বাড়িতে একটি বিশেষ কলিংবেল রয়েছে । সেই কলিংবেল কোনও ব্যক্তি বাজালে সেই ব্যক্তির ছবি সরাসরি পৌঁছে যেত কালীঘাটের কাকুর বেডরুমে । এমনকী কলিংবেলের সিস্টেম এতটাই হাইটেক কোয়ালিটির, যে কলিং বেল বাজলেই গোটা ঘরে লাউড স্পিকারের মিউজিক শুরু হয়ে যায় । অত্যন্ত অভিজাত এই কলিংবেল ।

ইতিমধ্যেই 14দিনের ইডি হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র । তদন্তকারীরা মনে করছেন, তাঁকে জেরা করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অজানা তথ্য তাঁদের হাতে এসে পৌঁছতে পারে ।

আরও পড়ুন:সারমেয় প্রেমে একসারিতে পার্থ-মিঠুন, আত্মমর্যাদায় !

Last Updated : Jun 1, 2023, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details