পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Murder Case: কালিয়াগঞ্জের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে পৃথক মামলা মৃতার বাবার - সিবিআই

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার মৃত্যু ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ মেয়েটির পরিবারের দাবি, মেয়েটিকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ মেয়েটির বাবা কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Apr 26, 2023, 1:20 PM IST

Updated : Apr 26, 2023, 7:54 PM IST

আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়

কলকাতা, 26 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন মেয়েটির বাবা । ওই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । আগামিকাল, বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে । এর আগে একই দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ।

গত শুক্রবার কালিয়াগঞ্জের ওই কিশোরীর মৃতদেহ একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় ৷ মেয়েটি বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ৷ পরিবারের দাবি, মেয়েটিকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল গোটা এলাকা ৷ নাবালিকার দেহ উদ্ধারে গিয়ে প্রথম থেকেই বিক্ষোভের সম্মুখীন হয়েছিল পুলিশ ৷ পুলিশকে ঘিরে ইটবৃষ্টি হয় ৷ পালটা কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশের ৷ তার পরও মৃতদেহ উদ্ধার ঘিরে বিতর্ক তৈরি হয় ৷

ইতিমধ্যে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ফের বিতর্ক তৈরি হয় ৷ পুলিশের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই নাবালিকার । তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না । তিন সদস্যের মেডিক্যাল বোর্ড তদন্ত করে জানায় তার শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছে । তবে কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু, তা জানতে নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ।

মৃত্যুর প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এসপির অফিস ঘেরাও অভিযান করে বিজেপি । পাশাপাশি ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট । মঙ্গলবার আদিবাসীদের বিক্ষোভেও উত্তাল হয়েছে কালিয়াগঞ্জে ৷ সেখানে থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷

এই পরিস্থিতিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানানো হয় । মামলাকারীর তরফে উল্লেখ করা হয় দ্রুত শুনানি করা না হলে এই মামলার তথ্যপ্রমাণ লোপাট করা হতে পারে । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে জানান, আগামী সোমবার হবে এই মামলার শুনানি । মামলাকারীরা পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ।

আরও পড়ুন:আদিবাসীদের বিক্ষোভে উত্তাল কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ

Last Updated : Apr 26, 2023, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details