হাওড়া, 20 অক্টোবর: দুর্গাপুজোর মতোই যাত্রীদের ভিড় সামলাতে কালীপুজোতে স্পেশাল ট্রেন (Kali Puja Special Local Train) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) তরফে। আলোর উৎসবের ভিড় সামলাতে মোট 9টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway) ।
কালীপুজোর রাত্রে (24 অক্টোবর) ও তারপরের দিন (25 অক্টোবর) এবং সোমবার ও মঙ্গলবার এই স্পেশাল ট্রেনগুলি চলবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে । ওই রুটে সবকটি স্টেশনেই থামবে এই লোকাল ট্রেনগুলি ।
- শিয়ালদা-ডানকুনি শাখায় চালানো হবে একজোড়া স্পেশাল ট্রেন । একটি শিয়ালদা থেকে ছাড়বে রাত 11:30 মিনিটে । অন্যদিকে অপরটি ডানকুনি থেকে রাত 12:25 মিনিটে ছাড়বে ।
- শিয়ালদা-বারাসত স্পেশাল লোকাল ৷ শিয়ালদা থেকে ছাড়বে রাত 12:10 মিনিটে । অন্যদিকে বারাসত থেকে একটি ট্রেন শিয়ালদার উদ্দেশে 1:10 মিনিটে ছাড়বে ।
- শিয়ালদা-রাণাঘাট স্পেশাল লোকাল ৷ শিয়ালদা থেকে ছাড়বে রাত 12:40 মিনিটে । আবার একটি ট্রেন রাণাঘাট থেকে রাত 11:45 মিনিটে ছাড়বে ।
- শিয়ালদা-বারুইপুর একটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে । যেটি শিয়ালদা থেকে ছাড়বে বিকেল 5:35 মিনিটে ।