পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata in Kali Puja: বাড়ির কালীপুজোয় মুখ্যমন্ত্রী নন, দেখা মিলল গৃহকর্ত্রী মমতার - kali puja

সোমবার বাড়ির কালীপুজোয় গৃহকর্ত্রীর ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Kali Puja of Bengal CM Mamata Banerjee) ৷ নিজেই রাঁধলেন ভোগ, করলেন অতিথি আপ্যায়ন ৷

ETV Bharat
kali puja of mamata banerjee

By

Published : Oct 24, 2022, 10:19 PM IST

কলকাতা, 24 অক্টোবর: অমাবস্যা শুরু হয়ে গিয়েছে । প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হচ্ছে কালীপুজো ৷ চলছে মাতৃ আরাধনা (Kali Puja of CM Mamata Banerjee House) । মুখ্যমন্ত্রী নন, এই দিনটিতে ঘরের মেয়ে মমতার তদারকিতেই হয় এই পুজো ৷ শ্যামা মায়ের পুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Kali Puja)। এই বিশেষ দিনে ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যাবতীয় আয়োজন নিজের হাতেই করেন বাংলার মুখ্যমন্ত্রী । এবারও তার ব্যতিক্রম ঘটেনি ৷ দেখা গিয়েছে একই ছবি ৷

মাতৃ আরাধনার যাবতীয় আয়োজনে প্রথম থেকেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ প্রতিটি কাজ তিনি নিজে করেছেন ৷ করেছেন ভোগ রান্নাও ৷ এদিন তাঁর বাড়িতে রাজ্যের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হন পুজো দেখতে । এসেছিলেন পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গাণেশান । ছিলেন বহু বিশিষ্ট মানুষ ৷ পুজোর উপাচার এবং আয়োজনের ফাঁকেই তাদের সঙ্গে কথা এবং অতিথি আপ্যায়নে করেন মমতা । কালো পাড় সাদা শাড়ি, কাঁধে উত্তরীয়র মতো করে আরেকটি বস্ত্রখণ্ড । খুবই ছিমছাম, সাধারণ । দুপুর থেকে বাড়ির পুজোর আয়োজনে এভাবেই ব্যস্ত দেখা গেল মুখ্যমন্ত্রীকে ।

আরও পড়ুন:সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ

পুজোর জায়গা সাজানো থেকে পুরোহিতকে সাহায্য, একা হাতেই করছেন সব মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। বিকেলের দিকে ভোগ রান্নাও সারেন নিজে । রান্নাঘরে ঢুকে খিচুড়ি রাঁধতে তাঁর প্রয়োজন পড়েনি কারও সাহায্যের ৷ রাতে তিনি অবশ্য পুজো দেখেন, দেন অঞ্জলি ৷ সেই সঙ্গে অতিথিদের আপ্যায়নও ছিল ৷ এই দিনটিতে মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ার সকলের জন্য অবারিত দ্বার । যিনিই যান, প্রসাদ না-খেয়ে ফেরেন না । তবে এবছর তাঁর মাথা ব্যথা ছিল ঘূর্ণিঝড় নিয়ে । তাই পুজোর ফাঁকেই তিনি রাজ্যবাসীকে সিত্রাং নিয়ে সতর্ক করেছেন ৷ দিয়েছেন ঝড়-বৃষ্টির মধ্যে বাইরে না-বেরনোর পরামর্শ ৷

মোটের উপর বছরের আর পাঁচটা দিন যেভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানকে 'রাফ অ্যান্ড টাফ' মেজাজে দেখা যায়, এদিন কিন্তু সম্পূর্ণ আলাদা মেজাজে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । গৃহকর্ত্রীর মতোই সামলালেন সবদিক ৷

ABOUT THE AUTHOR

...view details