কলকাতা, 25 এপ্রিল: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ঝড়ের দাপটের সম্ভাবনা রয়েছে । আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।
বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গে বিহার থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এছাড়াও বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে আগামী তিন-চারদিন ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে ।