কলকাতা, 15 মে:মাত্র তিন মিনিটের ঝড় ৷ যার গতিবেগ ঘণ্টায় 84 কিলোমিটার ৷ আর কালবৈশাখীর এই তাণ্ডবেই বিঘ্নিত কলকাতার জনজীবন ৷ থমকে গেল যানবাহনের গতি ৷ উপড়ে গেল গাছের শিকড় ৷ ভেঙে পড়ল একাধিক গাছ ৷ ক্ষতি হল ল্যাম্পপোস্টেরও ৷ সোমবার সন্ধ্যায় কালবৈশাখীর এমনই তাণ্ডব দেখল মহানগর ৷ ঝড়ের সঙ্গে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয় ৷ তবে শুধু কলকাতা নয়, এদিন কালবৈশাখী বয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ৷ ঝড়-বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিললেও, হয়েছে ক্ষয়ক্ষতিও ৷
এদিন সন্ধ্যা পৌনে 6টা নাগাদ কলকাতায় হানা দেয় কালবৈশাখী । গতিবেগ ছিল ঘণ্টায় 84 কিলোমিটার । এই ঝড়ের দাপটে শহরের বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে পড়ে । যার জেরে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে । ফলে অফিসফেরত যাত্রীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হয় । তবে এদিন যে শহরে ঝড়-বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস ৷ সেই মতো বিকেল গড়াতে না-গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ । শুরু হয় বিদ্যুৎ চমকানো । কিছুক্ষণের মধ্যেই নামে অঝরে বৃষ্টি । সঙ্গে কয়েক মিনিটের প্রবল ঝড় ৷
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটা বেজে 41 মিনিটে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব ৷ যার স্তায়িত্ব ছিল তিন মিনিট ৷ উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় 84 কিলোমিটার গতিবেগে কলকাতা অতিক্রম করে । সন্ধ্যা ছটা নাগাদ দমদমেও কালবৈশাখী হয় । সেখানে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় 62 কিলোমিটার ৷