পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Kalbaisakhi: গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, কালবৈশাখীর তাণ্ডব দেখল কলকাতা - কলকাতায় ঝড় বৃষ্টি

সোমবার সন্ধ্যায় কালবৈশাখীর সাক্ষী থাকল কলকাতা ৷ মাত্র তিন মিনিটের ঝড়ে উপড়ে পড়ে একাধিক গাছ ৷ থমকে যায় যান চলাচল ৷ বিঘ্নিত হয় ট্রেন চলাচল ৷

Etv Bharat
কালবৈশাখীর তাণ্ডব দেখল কলকাতা

By

Published : May 15, 2023, 9:22 PM IST

Updated : May 15, 2023, 11:02 PM IST

কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়

কলকাতা, 15 মে:মাত্র তিন মিনিটের ঝড় ৷ যার গতিবেগ ঘণ্টায় 84 কিলোমিটার ৷ আর কালবৈশাখীর এই তাণ্ডবেই বিঘ্নিত কলকাতার জনজীবন ৷ থমকে গেল যানবাহনের গতি ৷ উপড়ে গেল গাছের শিকড় ৷ ভেঙে পড়ল একাধিক গাছ ৷ ক্ষতি হল ল্যাম্পপোস্টেরও ৷ সোমবার সন্ধ্যায় কালবৈশাখীর এমনই তাণ্ডব দেখল মহানগর ৷ ঝড়ের সঙ্গে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয় ৷ তবে শুধু কলকাতা নয়, এদিন কালবৈশাখী বয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ৷ ঝড়-বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিললেও, হয়েছে ক্ষয়ক্ষতিও ৷

এদিন সন্ধ্যা পৌনে 6টা নাগাদ কলকাতায় হানা দেয় কালবৈশাখী । গতিবেগ ছিল ঘণ্টায় 84 কিলোমিটার । এই ঝড়ের দাপটে শহরের বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে পড়ে । যার জেরে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে । ফলে অফিসফেরত যাত্রীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হয় । তবে এদিন যে শহরে ঝড়-বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস ৷ সেই মতো বিকেল গড়াতে না-গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ । শুরু হয় বিদ্যুৎ চমকানো । কিছুক্ষণের মধ্যেই নামে অঝরে বৃষ্টি । সঙ্গে কয়েক মিনিটের প্রবল ঝড় ৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটা বেজে 41 মিনিটে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব ৷ যার স্তায়িত্ব ছিল তিন মিনিট ৷ উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় 84 কিলোমিটার গতিবেগে কলকাতা অতিক্রম করে । সন্ধ্যা ছটা নাগাদ দমদমেও কালবৈশাখী হয় । সেখানে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় 62 কিলোমিটার ৷

এদিন ঝড়ের ফলে কলকাতার 20টিরও বেশি এলাকায় গাছ উপড়ে যায় ৷ বেলেঘাটা, মণিন্দ্র কলেজের সামনে, পটারি রোড, ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর, কিড স্ট্রিট, লেক কালীবাড়ি, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, খিদিরপুরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে যায় ৷ পরে রাস্তা পরিষ্কার করতে হাত লাগান ট্রাফিক পুলিশ ও কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের কর্মীরা ৷ তীব্র যানজট সামলাতে লালবাজার থেকে বাড়তি ট্রাফিক সার্জেন্ট নামানো হয় রাস্তায় । কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও রাস্তা পরিষ্কারের কাজে হাত দেন ৷

আরও পড়ুন: শহরে ঝড়ে ভেঙে পড়ল গাছ, আগামী 5 দিনও রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

এদিন এই ঝড়-বৃষ্টির জেরে ট্রেন চলাচলে প্রভাব পড়ে ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ঝড় বৃষ্টির ফলে শ্যামনগর ও কাকিনারার মাঝে সাব আর্বান সেকশনে আপ ও ডাউন লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ পাশাপাশি, শিয়ালদা দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসত এবং জয়নগরের মাঝে ঝরের জন্য ওভারহেড তারের উপর গাছের ডাল-পাতা এসে পড়েয় ওই লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

Last Updated : May 15, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details