কলকাতা, 20 সেপ্টেম্বর:মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলতে উঠে বুধবার লোকসভায় মহিলা কুস্তিগীরদের হেনস্থা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । মহিলা সংরক্ষণ বিলের প্রশ্নে তৃণমূল সমর্থন জানালেও মহিলাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের আচরণ নিয়ে এদিন সরব হন বারাসতের এই তৃণমূল সাংসদ । তাঁর কথায়, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছে বিজেপি । বাস্তবিকই তারা যদি মহিলাদের নিয়ে এত চিন্তিত হন তাহলে মহিলা কুস্তিগীরদের হেনস্তার ঘটনায় নাম জড়ানো বিজেপি সাংসদ ব্রিজভূষণকে সিংকে ছাড় কেন !
এদিন কাকলি ঘোষ দস্তিদার যখন মহিলা বিল নিয়ে লোকসভায় বক্তব্য রাখছিলেন, তাঁর পাশেই বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কাকলি বলেন, "এই সরকারের তরফ থেকে বারবার মহিলাদের খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে । বিজেপির নেতা-মন্ত্রীরা বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন মহিলারা কখনোই পুরুষের সমান হতে পারেন না ৷ দেশের জন্য মেডেল নিয়ে আসা মহিলা কুস্তিগীরদের উপর উৎপীড়নের ঘটনায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি । বিজেপি যদি সত্যিই মহিলাদের উন্নয়ন এবং তাদের অগ্রগতি তাদের সম্মান রক্ষার বিষয় নিয়ে চিন্তিত থাকে তাহলে কেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না, কেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না যারা উন্নাও এবং হাথরসে মহিলাদের উপর অত্যাচার এবং তাদের মৃত্যুর ঘটনায় যুক্ত ।"