কলকাতা, 29 জুলাই: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ করলেন নোবেলজয়ী শিশু অধিকার আন্দোলন কর্মী কৈলাস সত্যার্থী । হলুদ ফুলের তোড়া দিয়ে এদিন তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী (Kailash Satyarthi Meets cm Mamata Banerjee)।
জানা গিয়েছে, সৌজন্য বিনিময়ের পরে মূলত রাজ্য সরকারের 'কন্যাশ্রী' প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন কৈলাস সত্যার্থী । তাঁর মতে, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে ৷ কারণ অসংখ্য মেয়ে যাঁরা সংসারের চাপে বা অর্থনৈতিক চাপে ইচ্ছে থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তাঁদের প্রকল্পের টাকায় সুবিধা হয়েছে । সবার মনে আবার জেগেছে আশার আলো । মেয়েরা আবার স্কুলে ফিরেছে । শুধু তাই নয়, সাংসারিক নানা কারণে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় । এই প্রকল্প চালু হওয়ার পর থেকে যেমন বাল্য বিবাহের মাত্রা কমেছে তেমনই বাল্যবিবাহদের সংখ্যাও কমেছে ।