পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kailash Satyarthi Meets CM: মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কন্যাশ্রী নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কৈলাস সত্যার্থী

বৃহস্পতিবার শহরে এসেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শিশু অধিকারব আন্দোলন কর্মী কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi Meets cm Mamata Banerjee) । দু'জনের মধ্যে প্রায় 15 মিনিট কথোপোকথন চলে ।

By

Published : Jul 29, 2022, 7:17 AM IST

Kailash Satyarthi Meets CM
মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কন্যাশ্রী নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কৈলাস সত্যার্থী

কলকাতা, 29 জুলাই: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ করলেন নোবেলজয়ী শিশু অধিকার আন্দোলন কর্মী কৈলাস সত্যার্থী । হলুদ ফুলের তোড়া দিয়ে এদিন তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী (Kailash Satyarthi Meets cm Mamata Banerjee)।

জানা গিয়েছে, সৌজন্য বিনিময়ের পরে মূলত রাজ্য সরকারের 'কন্যাশ্রী' প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন কৈলাস সত্যার্থী । তাঁর মতে, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে ৷ কারণ অসংখ্য মেয়ে যাঁরা সংসারের চাপে বা অর্থনৈতিক চাপে ইচ্ছে থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তাঁদের প্রকল্পের টাকায় সুবিধা হয়েছে । সবার মনে আবার জেগেছে আশার আলো । মেয়েরা আবার স্কুলে ফিরেছে । শুধু তাই নয়, সাংসারিক নানা কারণে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় । এই প্রকল্প চালু হওয়ার পর থেকে যেমন বাল্য বিবাহের মাত্রা কমেছে তেমনই বাল্যবিবাহদের সংখ্যাও কমেছে ।

আরও পড়ুন :'আমাদের দল খুব কঠোর', পার্থর অপসারণ নিয়ে প্রতিক্রিয়া মমতার

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2013 সালে শুরু হয় এই 'কন্যাশ্রী' প্রকল্প । এই প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হয়েছে । তাই এই প্রকল্পটি শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক স্তরে পুরষ্কৃত ও স্বীকৃত হয়েছে । পাশাপাশি নিজের কাজের জন্য 2014 সালে কৈলাস সত্যার্থীকে শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details