পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suman-Babul : কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে মুসলিমবিদ্বেষী, এনআরএসপন্থী বলে কটাক্ষ করেছেন কবীর সুমন (Kabir Suman)৷ তবে এই নিয়ে একটাও কথা খরচ করলেন না বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷

Kabir Suman slams Babul Supriyo after he joins tmc, singer politician reacts
কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

By

Published : Sep 19, 2021, 5:55 PM IST

Updated : Sep 19, 2021, 6:10 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : কবীর সুমনের (Kabir Suman) তীব্র কটাক্ষের কোনও জবাব দিতে চাইলেন না সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ তাঁর প্রতি সুমনের আক্রমণ প্রসঙ্গে কথা তুলতেই সাংবাদিককে থামিয়ে দিলেন তিনি ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এই নিয়ে কিছু বলতে চান না ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে যোগ দেওয়ার পরই ফেসবুকের পাতায় সরব হয়েছিলেন প্রবীণ সঙ্গীতশিল্পী ৷

শনিবার আচমকা তৃণমূলে যোগ দিয়ে বাংলা তথা দেশের রাজনীতিতে শোরগোল ফেলে দেন গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয় ৷ যদিও তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরাকে ভাল ভাবে নেননি আরেক গায়ক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন ৷ নিজের ফেসবুক প্রোফাইলে তিনি বাবুলের প্রতি আক্রমণ শানিয়ে লেখেন, "বিজেপি সাংসদ ও মন্ত্রী শ্রীযুক্ত বাবুল সুপ্রিয় কিছু কাল আগে আমায় নিয়ে ফেসবুকে ঠাট্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে স্থূল ইঙ্গিত-পূর্ণ কথা লিখে । লিখেছিলেন ‘আপনার মমতাময়ী’। আমি তাঁকে কোনও কটূক্তি করিনি । আজ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সশব্দে । তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন । আমি তৃণমূলের সমর্থক । সদস্য নই । তৃণমূল দল কাকে টেনে নেবেন, সেটা একান্তই তাঁদের ব্যাপার । শুধু, ‘আপনার মমতাময়ী’ বলে গায়ে পড়ে বিদ্রুপ করা এই মুসলিমবিদ্বেষী, এনআরসি পন্থী, বাংলা ও বাঙালি বিদ্বেষী বাবুল সুপ্রিয় মহোদয় এখন ‘তাঁর মমতাময়ী’ সম্পর্কে কী ভাবছেন, তৃণমূলে তাঁর কাছের মানুষরা হয়ত জানতে চাইছেন ।"

আরও পড়ুন:Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

যদিও কবীর সুমনের এই কথায় কোনও মন্তব্য করতে চাননি বাবুল সুপ্রিয় ৷ তৃণমূলে যোগ দেওয়ার পর আজ তৃণমূল ভবন থেকে প্রথম সাংবাদিক সম্মেলনে তাঁর নিজের বক্তব্যের পর শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন ৷ আর সবার প্রথমেই তাঁর দিকে ধেয়ে আসে কবীর সুমনের মন্তব্য সংক্রান্ত প্রশ্নবাণ ৷ যদিও সাংবাদিককে প্রশ্নটি শেষও করতে দেননি বাবুল ৷ কবীর সুমনের প্রসঙ্গ উঠতেই তিনি সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, "আমি তোমাকে থামাচ্ছি ৷ সাংবাদিক সম্মেলনের শুরুতেই নেতিবাচক দিক এনো না ৷ একটা ইতিবাচক দিক দিয়ে শুরু হোক ৷ কবীর সুমন তাঁর নিজের মন্তব্য করতেই পারেন ৷ আমি এই সম্পর্কে কোনও মন্তব্য করব না ৷ ফেসবুক একটা পাবলিক প্ল্যাটফর্ম ৷ তিনি তাঁর খুশিমতো যা কিছু লিখতে পারেন ৷ ফেসবুক, টুইটার আমার মোবাইলে নেই ৷ কাজেই কী লিখছেন, কেন লিখছেন, আমি সেটা পড়বও না ৷ জবাবও দেব না ৷ আগামী কয়েকদিনে ইতিবাচক দিকটাকে গুরুত্ব দিলেই সবার ভাল হবে ৷"

আরও পড়ুন:Babul Supriyo : স্বপনের টুইট বাণে কড়া প্রতিক্রিয়া বাবুলের

এর আগেও সংঘাতে জড়াতে দেখা গিয়েছে দুই সঙ্গীতশিল্পীকে ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের সময় নজিরবিহীন তরজায় জড়িয়ে পড়েছিলেন কবীর সুমন ও বাবুল সুপ্রিয় ৷ পরিস্থিতি এই জায়গায় চলে যায় যে, সুমনকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ব্লক করে দেন বাবুল ৷ নিজেই পোস্ট করে সে কথা জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন :Babul Supriyo-Dilip Ghosh : বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট, তীব্র কটাক্ষ দিলীপের

তবে এ দিন কবীর সুমন শুধু বাবুলই নন, সরব হয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কবি-গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷ সুমন লিখেছেন, "আমাকে যাঁরা স্রেফ গায়ে পড়ে অপমান করে গেছেন, যেমন শ্রী নচিকেতা চক্রবর্তী এবং শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়— তাঁদের সঙ্গে আর একটি নাম যুক্ত হল । এই তিন জনের এক জনকেও আমি অপমান বা আক্রমণ করিনি । তিন জনেই গায়ে পড়ে আমায় অপমান করেছেন । 2005-06 সাল থেকে দীর্ঘকাল সিপিআই (এম) বিরোধী গণ আন্দোলনে সামিল ছিলাম । এঁরা ? যা বুঝলাম যে যখন চাইবে আমায় অপমান করবে এই রাজ্যে । কিন্তু ইংরিজিতে একটা কথা আছে— 'Every dog has his day.' আমার দিনও আসবে । কোনও দল বা নেতারা যেন না ভাবেন আমি দুর্বল এবং একা । আমি দুর্বলও নই একাও নই । আত্মমর্যাদার ওপরে কিছুই নয়, কেউ নয় । ফেরত দিয়ে তবে মরব । আমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও দুর্বল নই । আমি একা নই । যা পেয়েছি তা ফেরত দিয়ে তবে মরব ।"

Last Updated : Sep 19, 2021, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details