পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kabir Suman backs Mamata Banerjee: ‘নল দিয়ে ভোট হয়’, পঞ্চায়েত-সন্ত্রাসে মমতার পাশেই সুমন-হরনাথরা

‘ভোট করাতে হয় । নল দিয়ে ভোট হয় ৷ মমতাকে সহ্য করতে পারছেন না অনেকে ।’ ভোট-সন্ত্রাসে মমতার পাশে দাঁড়িয়ে অপর্ণা সেনদের একহাত নিলেন কবীর সুমন, হরনাথ চক্রবর্তীরা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 26, 2023, 10:57 PM IST

পঞ্চায়েত-সন্ত্রাসে মমতার পাশেই সুমন-হরনাথরা

কলকাতা, 26 জুলাই: কয়েকদিন আগে অপর্ণা সেন-সহ পরিবর্তনপন্থীদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন । বুধবার তারই পালটা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন কবীর সুমন, আবুল বাশার, যোগেন চৌধুরী, অনামিকা সাহা, হরনাথ চক্রবর্তী, শান্তিরঞ্জন দাশগুপ্ত, পূর্ণেন্দু বসুরা ।

খোলা চিঠিতে নির্বাচনী হিংসার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন অপর্ণা সেন । অভিনেত্রী-পরিচালিকা বলেছিলেন, ‘‘এই পরিবর্তন চাইনি ।’’ এদিন প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা বুদ্ধিজীবীদের তরফ থেকে পালটা প্রশ্ন উঠল, এই পরিবর্তন চাননি তো কী পরিবর্তন চেয়েছিলেন । পঞ্চায়েতে হিংসা তো নতুন ঘটনা নয় । বরং এক্ষেত্রে তাঁদের যুক্তি, বাংলার মুখ্যমন্ত্রীকে সহ্য করতে পারছেন না অপর্ণা সেনরা । সেই জায়গা থেকেই মমতা বিরোধিতা করছেন তাঁরা।

এদিন কবীর সুমন বলেন, ‘‘ভোটে গোলমাল হয়, ভোট হয়ে যায় না, ভোট করাতে হয় । নল দিয়ে ভোট হয় ৷ যেদিন থেকে বোধবুদ্ধি, সেদিন থেকেই দেখছি । সবচেয়ে বেশি তৃণমূলকর্মীরা মারা গিয়েছে । সাদা থানের কথা ভুলি কী করে ৷ মমতাকে সহ্য করতে পারছেন না অনেকে । তারও নিশ্চয়ই কারণ আছে । পঞ্চায়েত ভোটে গোলমাল হবেই হবে ।’’

আরও পড়ুন: 'নারীমেধ যজ্ঞ চলছে', মণিপুর কাণ্ডে রুষ্ট অপর্ণা সেন

কবীর সুমন মাও সেতুংয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘রাজনৈতিক দলের ক্ষমতা বন্দুকের নল দিয়ে বেরিয়ে আসে । চিরকাল গোলমাল হয়েছে । 71 হাজারের বেশি বুথ । তাতে গন্ডগোল হয়েছে সামান্য কয়েকটি বুথে । এই হিংসাও কি সমর্থনযোগ্য ? না । আপনারা বলতে পারেন এই পরিবর্তন চাইনি । তাহলে কি পরিবর্তন চেয়েছিলেন ? আমাদের যদি অনুগ্রহ করে জানান, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে ।’’

বরাবরই বুদ্ধিজীবীদের আড়াআড়ি বিভাজন দেখা গিয়েছে এই বাংলায় । এদিন ভোট হিংসা নিয়েও আরও একবার সেই ছবি দেখল বাংলা । একপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে আগে বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে এই রক্তপাতের দায় নিতে হবে । আজ অন্য পক্ষ পালটা দিয়ে বলল, এই পরিবর্তন চাননি তো কোন পরিবর্তন চেয়েছিলেন ।

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বলতে গিয়ে কয়েকদিন আগেই অশোক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেনরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে খোলা চিঠি লিখেছিলেন তাতে তাঁরা বলেছিলেন, ‘‘স্থানীয় পুলিশ-প্রশাসনে ভরসা করেই চলতে হয় কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই হিংসার দায়িত্ব অস্বীকার করতে পারেন না । বিশিষ্টদের তরফ থেকে অপর্ণা সেন আরও একধাপ এগিয়ে বলেছিলেন, সিপিএম যেটা করেছে সেটা অন্যায় ৷ তা আমরা ভুলিনি । কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না । পঞ্চায়েতে যে হিংসা হয়েছে, যে রক্তপাত-মৃত্যুর ঘটনা ঘটেছে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেও ।

আরও পড়ুন: '52 জনের খুনের দায় নিন মমতা', পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণার

ABOUT THE AUTHOR

...view details