পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তচাপ বেড়ে যাওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তর জ্যোতিপ্রিয়কে - জ্যেতিপ্রিয় মল্লিক

Jyotipriya Mallick: রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক ৷ আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ এই অবস্থায় অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷ সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷

Jyotipriya Mallick
Jyotipriya Mallick

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 12:25 PM IST

Updated : Nov 28, 2023, 12:42 PM IST

কলকাতা, 28 নভেম্বর: আচমকাই উচ্চ রক্তচাপ, তাই সোমবার রাতে এসএসকেএম হাসপাতালের আইসিইউ-এর 12 নম্বর বেডে নিয়ে যাওয়া হল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে । এর আগে তিনি এসএসকেএমের 5 নম্বর কেবিনে ভর্তি ছিলেন ৷ সেখান থেকেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে স্থানান্তরিত করা হয়েছে ।

গত মাসে রেশন বণ্টন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ গ্রেফতারের পর প্রথম যেদিন তাঁকে আদালতে পেশ করা হয়, সেদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ এর পর বেশ কয়েকদিন তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷

ওই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি চলে যান ইডি হেফাজতে ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷ জেলেই অসুস্থ হয়ে পড়ার জন্য গত মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের বনমন্ত্রীকে ।

প্রায় এক সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসাধীন জ্যোতিপ্রিয় মল্লিক । ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে তৈরি করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড । হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের এই বোর্ডে রাখা হয়েছে । তবে কবে হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া হবে, অথবা ঠিক কী কী অসুবিধা রয়েছে তাঁর, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বয়ং হাসপাতাল সুপার থেকে শুরু করে বিভাগীয় প্রধানরা ।

এসএসকেএমে মন্ত্রীর চিকিৎসার জন্য প্রথমে যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, সেখানে কার্ডিওলজি বিভাগের কোনও চিকিৎসকই ছিলেন না । হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা প্রথমে তাঁর বুকের কোনও সমস্যা দেখেননি । তারপর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার কথা শুনে ডাকা হয় নিউরোলজি বিভাগের চিকিৎসকদেরও ।

এবার উচ্চ রক্তচাপের কারণে তাঁকে আইসিইউ-তে পাঠানো হল ৷ মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন ৷ তবে ঠিক কী হয়েছে মন্ত্রীর সেই বিষয়ে হাসপাতালের কেউই কিছু জানাচ্ছেন না ।

আরও পড়ুন:

  1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
  2. বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয়র
  3. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
Last Updated : Nov 28, 2023, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details