পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriya Mallick: হাসপাতালে থাকার আর প্রয়োজন নেই জ্যোতিপ্রিয়র, জানালেন চিকিৎসকরা - রেশন দুর্নীতি

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল ৷ এখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া যেতে পারে তাঁকে ৷ সোমবার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ৷

ETV Bharat
জ্যোতিপ্রিয় মল্লিক

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:27 PM IST

Updated : Oct 30, 2023, 6:55 PM IST

কলকাতা, 30 অক্টোবর:জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা বর্তমানে বেশ স্থিতিশীল ৷ তাঁকে এখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া যেতে পারে ৷ সোমবার বৈঠকের পর এমনই সিদ্ধান্তে এসেছেন জ্যোতিপ্রয় মল্লিকের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রেশনবন্টন দুর্নীতি মামলায় ইডি'র হাতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এদিন বৈঠকে বসেছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ৷ সেই বৈঠকের পরেই হাসপাতালের চিকিৎসকরা ধৃত মন্ত্রীকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেন ৷ জানা গিয়েছে, এরজন্য প্রয়োজনীয় কাগজপত্রেও চিকিৎসকেরা সই করে দিয়েছেন । তবে ইডি এদিনই তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাবে কি না, তা স্পষ্ট নয় ৷

এদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী সঙ্গে কথাও বলেন চিকিৎসকেরা । বেশকিছু ওষুধ নিয়মিত খেতে পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে । নিয়মিত সেই ওষুধগুলি খেলে তিনি ভালো থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ একমাস পর ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷

রাজ্যে রেশনবন্টন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ টানা প্রায় 20 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোর রাতে তাঁকে গ্রেফতার করেন ইডি'র তদন্তকারীরা ৷ গ্রেফতারের পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুরের ইএসআই হাসপাতালে ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে ৷ বিচারক তাঁকে 11 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ৷ সেই নির্দেশ শোনার পরেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ৷ সেদিনই তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷

আরও পড়ুন: হেফাজতের নির্দেশ শুনেই মাথা ঘুরে পড়ে গেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়!

রেশন বন্টন দুর্নীতিতে আর্থিকভাবে লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবার, এমনটাই অভিযোগ ইডির ৷ মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেও এই মাসেই গ্রেফতার করে ইডি ৷

Last Updated : Oct 30, 2023, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details