কলকাতা, 29 অক্টোবর: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শাারীরিক পরিস্থিতি স্থিতিশীল। শনিবারের চেয়ে রবিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানাল হাসপাতাল। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্য মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য । রাতে তাঁর ভালোই ঘুম হয়েছে । রবিবার সকালে হল্টার মনিটরিং শেষ হয়েছে। এদিনও বেশ কিছু টেস্ট করা হবে মন্ত্রীর।
আজ প্রথমে আরও একবার তাঁর এমআরআই করা হবে ৷ এছাড়া সার্ভাইকাল স্পাইনের জন্য আরও একটি এমআরএই করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ, আজ জোড়া এমআরআই হবে মন্ত্রীর ৷ তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ রয়েছে 2.3 ৷ সাধারণত এটি থাকার কথা 1.2 ৷ আজ ফের একবার রক্ত পরীক্ষাও করা হবে ৷ সোমবার মন্ত্রীর টিল্ট টেস্টও করা হতে পারে। শুক্রবার কেন এজলাসে তিনি জ্ঞান হারালেন সেটাই জানতে চান চিকিৎসকরা ।
শনিবার সকালেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডে রয়েছেন ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়, কার্ডিওলজিস্ট আফতাব খান, নিউরোলজিস্ট সদানন্দ দে ও একজন নেফ্রোলজিস্ট। সেই মেডিক্যাল বোর্ড প্রতিনিয়ত বৈঠকে বসছে। সমস্ত টেস্টের রিপোর্ট হাতে নিয়ে নিয়মিত ব্যবধানে আলোচনাও করছেন চিকিৎসকরা। মন্ত্রীর দেহে রক্তচাপ ও শর্করার পরিমাণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর।