কলকাতা, 10 নভেম্বর: ইডি হেফাজতে তাঁর শরীর ক্রমে আরও খারাপ হচ্ছে ৷ তাঁর বাঁ হাতে ও পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে ৷ স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার পথে এমনই দাবি করলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷
নিয়মমাফিক নির্দিষ্ট ব্যবধানে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত ৷ সেই মতোই শুক্রবার বেলা 11টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রীকে নিয়ে ইডি আধিকারিকরা সল্টলেকের অফিস থেকে রওনা দেন কমান্ড হাসপাতালের দিকে ৷ গাড়িকে ওঠানোর সময় বালুকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ তাঁরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন জ্যোতিপ্রিয়র দিকে ৷ তখনই তিনি জানান, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে ৷
এ দিন জ্যোতিপ্রিয় বলেন, "আমার শরীরটা খুব খারাপ ৷ আমার বাঁ হাত ও বাঁ পা প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে ৷ আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে ৷"
সেই সময় রেশন দুর্নীতি নিয়ে তাঁকে পরপর নানা প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তাঁরা জিজ্ঞেস করেন, "আপনি তো মন্ত্রী ছিলেন ৷ রেশনের চাল খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে ৷ আপনি কি এ ব্যাপারে জানতেন ?" যদিও দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের এ দিন জবাব দেননি জ্যোতিপ্রিয় ৷ তিনি শুধু বলেন তাঁর শারীরিক অবস্থার কথা ৷ যদিও আগামী 11 তারিখ আদালতের পেশের দিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ৷
তাঁর কথায়, "আমি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি ৷ আমি ফিরে আসব ৷ 13 তারিখ আপনাদের সঙ্গে ব্যাংকশাল কোর্টে দেখা হবে ৷"
দিনক্ষণ উল্লেখ করে ধৃত মন্ত্রী যে ভাবে বলেছেন যে, ওই দিন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন, এতে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ সে দিন জ্যোতিপ্রিয় কোনও তথ্য তুলে ধরেন কি না, সেই নিয়ে চর্চা চলছে ৷