পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্যোতিবাবু শুধু বামফ্রন্টের নেতা ছিলেন না : সুজন - sujan chakraborty

আজ বিধানসভায় পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবস ৷ এই প্রথম বাম শূন্য বিধানসভা শ্রদ্ধা জ্ঞাপন করল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ কী বললেন শাসক ও বিরোধী শিবিরের বিধায়করা ? প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা কী জানালেন ?

জ্যোতিবাবু
জ্যোতিবাবু

By

Published : Jul 8, 2021, 10:13 PM IST

কলকাতা, 8 জুলাই : আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 108-তম জন্মদিন । বিধানসভায় গুরুত্ব সহকারে প্রতি বছরের ন্যায় এ বছরও দিনটি পালন করা হয় । বিধানসভার লবিতে জ্যোতিবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শাসক ও বিরোধী শিবিরের বিধায়করা । এই প্রথম বাম শূন্য বিধানসভা শ্রদ্ধা জ্ঞাপন করল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷

এই প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "জ্যোতিবাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন । তাঁর দল আজকে বিধানসভায় না থাকলেও, আমরা তাঁকে ভুলে যাইনি । যে সম্মান তাঁর পাওয়া উচিত, আজ বাম-কংগ্রেসের অনুপস্থিতিতেও তা মলিন হয়নি । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সৌজন্যের কথা । আমরা সেই সৌজন্যের পথ থেকে সরে আসছি না ।"

বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার কথায়, জ্যোতিবাবু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন । প্রাক্তনকে সম্মান দিয়েই বর্তমানের পথ দেখানো উচিত । আমরা সেই কাজই করছি ।

আরও পড়ুন :শূন্য অলিন্দে আজও তিনি দুর্গ আগলে

অন্যদিকে এই বিষয়ে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "জ্যোতিবাবুকে সম্মান জানাতে অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত । তিনি শুধু বামফ্রন্টের নেতা ছিলেন না, ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাই ঘটনা খুব স্বাভাবিক । তবে আপনি যে বলছেন বিধানসভায় না থাকার কথা, মানুষ আমাদের চায়নি তাই এবার হয়তো আমরা বিধানসভায় নেই । তবে আমরা মানুষের পাশে আছি । পথে আছি । আন্দোলনে আছি । মানুষ চাইলে অবশ্যই আবার আমরা বিধানসভায় ফিরে যাব ।"

ABOUT THE AUTHOR

...view details