পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধনতেরাসে মুখ শুকনো স্বর্ণ ব্যবসায়ীদের - dhanteras

এক দিকে চড়া দাম, অন্যদিকে বাড়ি-বিপর্যয় ৷ সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের ৷ ধনতেরাসেও তেমন বিক্রি নেই ৷ মুখ শুকনো ব্যবসায়ীদের ৷

ছবি

By

Published : Oct 25, 2019, 11:46 PM IST

কলকাতা , 25 অক্টোবর : এক দিকে চড়া দাম, অন্যদিকে বাড়ি-বিপর্যয় ৷ সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের ৷ ধনতেরাসেও তেমন বিক্রি নেই ৷ মুখ শুকনো ব্যবসায়ীদের ৷

বউবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী সুবর্ণা সাহা বলেন, " সোনার দামের জন্য বেশিরভাগ ক্রেতারা এখন হালকা ও ছোটখাটো জিনিসের দিকে ঝুঁকছেন । " বি বি গাঙ্গুলি স্ট্রিটের আর এক ব্যবসায়ী আনন্দ সিংহ বলেন, " কয়েক বছর আগেও ধনতেরাসের এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যেত । লেগে থাকতো ক্রেতাদের ভিড় । ধানতেরাসের দিন দোকানের বাইরে ক্রেতাদের লম্বা লাইন পড়ত । " মূল্যবৃদ্ধির বাজারে বিশেষ করে সোনার দাম যখন 40 হাজার ছুঁই ছুঁই তখন অনেকেই পিতল বা তামার দিকে ঝুঁকছেন ।

বি বি গাঙ্গুলি স্ট্রিটের সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক মন্দাই শুধু নয় বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের বিপর্যয়ের ফলে ওখানকার স্বর্ণ ব্যবসায়ীদের বেশ অনেকটাই ক্ষতি হয়েছে । পাশাপশি সোনার দামের সঙ্গে দোসর হয়েছে GST ও চড়া মজুরি । সব মিলিয়ে সোনার দাম এখন আকাশ ছোঁয়া । এর প্রভাব দেখা গেলো ধনতেরাসের সকালবেলায় । বেশিরভাগ দোকানই ফাঁকা । কয়েকটি দোকানে কিছু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের ভিড় মাত্র ।

ABOUT THE AUTHOR

...view details