কলকাতা, 27 এপ্রিল : কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দাল। আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ। তারপরের দিন অর্থাৎ 29 এপ্রিল কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন বিচারপতি রাজেশ বিন্দাল। আদালতের নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতিদের মধ্যে তিনি সবথেকে বরিষ্ঠ।
ভারত সরকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে সংবিধানের 223 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ রাষ্ট্রপতির নির্দেশেই তাঁকে ওই পদে বসানো হয়েছে ৷ এবং আগামী 29 এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন ৷