পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC on Extortion: বালি ও পাথর খাদানে তোলাবাজি সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির বেঞ্চে পাঠালেন বিচারপতি রাজাশেখর মান্থা - নকল কার্বন স্লিপে তোলাবাজি

বালি ও পাথর খাদানের লরি থেকে তোলাবাজির (Calcutta HC on Extortion) অভিযোগে ফের মামলা কলকাতা হাইকোর্টে ৷ কিন্তু, এই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠালেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

Calcutta HC on Extortion ETV BHARAT
Calcutta HC on Extortion

By

Published : Feb 14, 2023, 3:43 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: বীরভূমের বালি ও পাথর খাদানের লরি থেকে কোটি টাকার তোলাবাজির (Sand and Stone Mining Extortion Case) অভিযোগে ফের একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ তবে, মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷ জানা গিয়েছে, এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে ৷ সেই কারণেই অ্যাডভোকেট জেনারেলের দাবি মেনে এই মামলাটিকেও প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন বিচারপতি মান্থা ৷

সোমবার মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আদালতে একটি আবেদনপত্র পেশ করেছেন ৷ সেখানে অভিযোগ করা হয়েছে বীরভূমের মুরারই, রামপুরহাট, মহম্মদবাজার ও নলহাটি-সহ মোট 6টি থানা এলাকায় বালি ও পাথর খাদান থেকে ভুয়ো কার্বন স্লিপের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনিভাবে তোলা হচ্ছে ৷ অভিযোগ সরকারিভাবে সেই কার্বন স্লিপ দেওয়া হলেও, সেগুলি আসলে নকল ৷ ফলে আদায় করা টাকা সরকারি কোষাগারে পৌঁছচ্ছে না ৷

মামলাকারীর আইনজীবী অভিযোগ করেছেন, এই বেআইনি তোলাবাজিকে কেন্দ্র করে আগে বহুবার বীরভূমে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছে ৷ এমনও দাবি করা হয়েছে, বগটুইকাণ্ডের শুরুও এই বালি ও পাথর খাদানের লরি থেকে বেআইনিভাবে আদায় করা টাকাকে কেন্দ্র করে ৷ যে মামলায় ইতিমধ্যে সিবিআই তদন্ত করছে ৷ মামলাকারী অভিযোগ করেছেন, বগটুইকাণ্ডের পর সেই তোলাবাজি বন্ধ ছিল ৷ কিন্তু, সম্প্রতি তা আবারও শুরু হয়েছে ৷

মামলায় অভিযোগ করা হয়েছে, দিনে গড়ে সাড়ে 3 কোটি টাকা বেআইনিভাবে তোলা হচ্ছে বালি ও পাথর খাদান থেকে বেরনো লরি থেকে ৷ যে টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে না ৷ এ নিয়ে উচ্চ আদালতকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেন মামলাকারী ৷ এরপরেই এই মামলাটিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানোর অনুরোধ করেন অ্যাডভোকেট জেনারেল ৷

আরও পড়ুন:পাথর বোঝাই লরি থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তরফে জানান, এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে ৷ ফলে আলাদা করে একই ধরনের মামলার শুনানির কোনও অর্থ নেই বলে আদালতে জানায় রাজ্য ৷ এমনকি বিচারপতির প্রশ্নে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তরফে জানান, পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে ৷ এরপরেই বিচারপতি রাজা শেখর মান্থা মামলাটিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন ৷ উল্লেখ্য, সেই জনস্বার্থ মামলায় সিবিআই তদন্তের আবেদন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details